Conrad Sangma: দল বদলের আগেই TMC বিধায়ককে দলের প্রার্থী হিসাবে ঘোষণা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

তিনি এখনও দলবদল করেননি। তবে কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল থেকে ক্ষমতাসীন এনপিপিতে যোগ দেবেন। তেমনটাই চর্চা চলছে রাজনৈতিক মহলে। সেই তৃণমূল বিধায়ক জিমি ডি সাংমার নাম টিকরিকিল্লা আসনে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করে দিলেন এনপিপির জাতীয় সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি উঠেছে।

এক টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন,’এনসিপি সমর্থকদের উদ্দেশ্যে জানাচ্ছি, এতদিন পর পশ্চিম গারো পাহাড়ে টিকরিকিল্লায় থাকতে পেরে ভালো লাগছে। এখানে আমরা দলের নতুন সদস্যদের স্বাগত জানিয়েছি। তাঁদের দলের প্রার্থী জিমি ডি সাংমাকে সমর্থন করার জন্যও আহ্বান জানিয়েছি।’ তাঁর এই টুইটের পরই শুরু হয় বিতর্ক।

সাংমার টুইট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে থাকাকালীনই বিজেপিতে যোগ দেন কংগ্রেস থেকে তৃণমূল আসা বিধায়ক এইচএম শাংপ্লিয়াং। তিনি অবশ্য দলত্যাগের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু জিমি সাংমা এখনও ইস্তফা দেননি। শিলং টাইমসকে এক আধিকারিক জানিয়েছেন, এই ঘোষণার ফলে দলত্যাগ বিরোধী আইনের আইনের আওতায় পড়ে যাবেন মুখ্যমন্ত্রী।