IIMTF: সায়েন্স সিটিতে শুরু হল ২১ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

কোভিড অতিমারিতে ব্যবসাক্ষেত্রে যে রুক্ষতা তৈরি হয়েছিল তাতে আবার সবুজের ছোঁয়া লেগেছে। বাণিজ্যমেলা তাতে কিছুটা হলেও জলের যোগান দেবে। শনিবার থেকে সায়েন্স সিটিতে শুরু হল ২১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মতপ্রকাশ করলেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি সুবীর চক্রবর্তী। মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন আইএএস ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

এবারের মেলায় ভারতের প্রায় সব রাজ্যের খুচরা ব্যবসায়ী সংস্থা ছাড়া ২০টি দেশে অংশগ্রহণ করছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলাপন বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন বাংলার সঙ্গে প্রাচ্য ও প্রশ্চ্যাত্যের দেশগুলির বাণিজিক সম্পর্কের কথা। থাইল্যান্ড এবং আফগানিস্তান মেলার পার্টানার দেশ। ফোকাস দেশ বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ও আফগানিস্তান দূতাবাসের কাউন্সিলার কাদির শাহ। দু’জনেই ভারতের সঙ্গে বাণিজিক সম্পর্ক আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেন।

গত বছর মেলায় স্টলের সংখ্যা ছিল ৫০০। এ বছর স্টলের সংখ্যা ৬০০ হয়েছে। অংশগ্রহণকারী ব্যবসায়ী সংস্থার সংখ্যাও বেড়েছে গত বছরের তুলনা। এছাড়া অংশগ্রহণকারী দেশের সংখ্যাও এবছর তুলনামূলক ভাবে অনেকটাই বেড়েছে। প্রথম দিন থেকে মেলায় ভিড় নজরে এসেছে। বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত এই ট্রেড ফেয়ার চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা অবধি এই মেলা চলবে।