Mamata-Amit Meeting: শুরু হয়েছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, মুখোমুখি মমতা–শাহ

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হচ্ছে। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন। নবান্ন সভাঘরে এবার একমঞ্চে মুখোমুখি অমিত শাহ–মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একান্ত সাক্ষাত্‍ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। শুক্রবার রাতে শহরে এসেই বঙ্গ–বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে একযোগে কাজ করার নিদান দিয়েছেন তিনি। এমনকী ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আসন বাড়াবার বার্তা তিনি দিয়েছেন বলে সূত্রের খবর।

এখন ঠিক কী পরিস্থিতি?‌ আজ, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় এসে পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্নে বৈঠক হবে। এই বৈঠকে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আছেন নবীন পট্টনায়েক, হেমন্ত সোরেন এবং তেজস্বী যাদব। চার রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ বিএসএফ–এর কাজের পরিধি বাড়ানো নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্য সরকার। এখানে সেই বিষয়টি উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে নবান্নে অমিত শাহের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এই বৈঠকে আছেন। আবার এক দেশ, এক পুলিশ নিয়ে নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এই বৈঠক শেষে কলকাতা বিমানবন্দর হয়ে শিলং চলে যাওয়ার কথা অমিত শাহের। তবে, সূচিতে কিছু পরিবর্তন হতেও পারে। নবান্নে বৈঠকের জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। নিরাপত্তার বজ্রআঁটুনি তৈরি করা হয়েছে নবান্ন চত্বরে। তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে। এখানে ফ্রেট করিডর তৈরির জমি অধিগ্রহণ, বনাঞ্চল, খনি–সহ প্রায় ৪০টি বিষয় আলোচ্যসূচিতে রয়েছে।