Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, ১০ সদস্যের কমিটি গড়লেন অধীর চৌধুরী

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সব রাজনৈতিক দলই জোরকদমে মাঠে নেমে পড়েছে। যদিও এখনও নির্ঘন্ট প্রকাশ করেনি রাজ্য নির্বাচন কমিশন। কবে হবে তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে রাজ্য নির্বাচন কমিশন যে কোনও সময়ে এই নির্ঘন্ট ঘোষণা করতে পারে ধরে নিয়ে প্রদেশ কংগ্রেস তাদের ভোট প্রস্তুতি শুরু করতে চাইছে। পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট হবে কিনা তা এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে এই নির্বাচন উপলক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দলের সিনিয়র নেতাদের নিয়ে ১০ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করে দিলেন।

কারা আছেন এই কমিটিতে?‌ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, রাজ্য কংগ্রেসের সহ–সভাপতি নেপাল মাহাত এই কমিটির প্রধান হয়েছেন। আর এই কমিটিতে রয়েছেন অসিত মিত্র, আবদুস সাত্তার, শঙ্কর মালাকার, কৃষ্ণা দেবনাথ, মোহিত সেনগুপ্ত, মুস্তাক আলম, ইশা খান চৌধুরী, সফিউল আলম খানের মতো নেতানেত্রীরা। অধীর চৌধুরী নিজে না থাকলেও তাঁর রাজনৈতিক সচিব নিলয় প্রামাণিকের নাম এই তালিকায় থাকায় দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

কেন হঠাৎ কমিটি গঠন করলেন অধীর?‌ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নামে বিস্তর অভিযোগ জমা পড়েছে হাইকমান্ডের কাছে। তার উপর সদস্যপদ করার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তা সফল হয়নি। তাঁর বিরুদ্ধে গোষ্ঠী তৈরি হয়েছে। স্বয়ং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি অধীরের বিরুদ্ধে চিঠি লিখেছেন সোনিয়া গান্ধীকে। গোটা বিষয়টি নজরে রেখেছেন নয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে এবং বিরুদ্ধ গোষ্ঠীকে নিয়ে কমিটি গড়ে দিলেন। এক্ষেত্রে কাজ ভাল হবে বলে মনে করেন তিনি।

কী কাজ করবেন কমিটির সদস্যরা?‌ প্রদেশ নেতৃত্বের সূত্রে খবর, আগামী দিনে এই কমিটির কলেবর বৃদ্ধি করা যাবে। সেই ক্ষমতা নেপালবাবুকে দেওয়া হয়েছে। কোথায় কত আসনে দল লড়বে, বামেদের সঙ্গে আদৌ কোনও সমঝোতা হবে কি না সবকিছুই প্রাথমিক সিদ্ধান্তের দায়িত্ব এই কমিটিকেই নিতে হবে। এমনকী জেলায় জেলায় সভা–সমাবেশে টিম পাঠানোর বিষয়টিও এই কমিটি দেখবে। মানুষের কাছে গিয়ে কারা জনসংযোগ করবেন?‌ সেটাও কমিটি ঠিক করে দেবে।