কী করে বেআইনি পথে নিয়োগপত্র পেলেন কয়েকজন আন্দলোনকারী, জানতে চায় আদালত

এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রতিদিনই আদালতে উঠে আসছে চাঞ্চল্যকর সব বেনিয়মের খবর। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে SSC-র প্রকাশ করা অবৈধভাবে নিয়োগপত্র পাওয়াদের তালিকায় নাম করেছে একাধিক আন্দোলনকারীরও। কী করে তারা বাকিদের টপকে নিয়োগপত্র পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ওদিকে আন্দোলনকারীদের দাবি, ‘আন্দোলনকে বাগে আনতে কয়েকজনকে বেআইনিভাবে নিয়োগ দিয়েছিল SSC.’

সম্প্রতি আদালতের নির্দেশে ২ দফায় মোট ২২৩ জন অবৈধভাবে সুপারিশপত্র পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করে SSC. এর পর ওই তালিকায় থাকা অন্তত ৩০ জন SSC-কে চিঠি দিয়ে দাবি করে তাদের নিয়োগ বৈধ। এদের মধ্যে ১২ জন কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। যাদের মামলার সঙ্গে যুক্ত করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তাদের হলফনামা দিতে বলেছেন।

আদালতে আবেদনকারীদের মধ্যে নাম রয়েছে ২০১৯ সালে SSC আন্দোলনকারীদের মঞ্চের ২ নেতা সফিকুল হক ও পূর্বিতা রায়ও। তাদের দাবি, তাদের নিয়োগ বৈধ। কিন্তু কী ভাবে আন্দোলনের মঞ্চের বাকিরা নিয়োগ না পেলেও তাঁরা পেলেন সে এক রহস্য। আবেদনকারীদের সঙ্গে SSC-র চেয়ারম্যানকে ১৯ ডিসেম্বরের মধ্যে বৈঠক করতে বলেছেন বিচারপতি। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রিপোর্ট দিতে হবে SSC-কে।

SSC আন্দোলনকারীদের দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অবস্থান চলাকালীন একদিন সেখানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দেন। সঙ্গে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেন সরকারের সঙ্গে আলোচনার জন্য। পরে দেখা যায় সেই কমিটির সদস্যরা, এমনকী পরিবারের সদস্যরাও নিয়োগপত্র পেয়েছেন।