Fifa World Cup 2022: PM Modi To Sachin Tendulkar, Shah Rukh Khan, All Celebrating Argentina’s Win


দোহা: লুসেইল স্টেডিয়ামে লিওনেল মেসির স্বপ্নপূরণ। আর্জেন্তিনা (Argentina) চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস। অভিনন্দন বার্তার ঝড়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রীড়া ও রাজনৈতিক জগতের নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে।

নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, ‘এই ম্যাচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টেই ভাল খেলেছে ওরা। আর্জেন্তিনা ও মেসির লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক এই অসাধারণ জয়ে উৎসব করছেন’।

সচিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘লিও মেসির জন্য বিশ্বকাপ জেতা আর্জেন্তিনাকে অভিনন্দন। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিল, তারপর দুরন্ত প্রত্যাবর্তন। বিশেষভাবে বলব এমিলিয়ানো মার্তিনেজের কথা। অতিরিক্ত সময়ের শেষ দিকে দুরন্তভাবে গোল বাঁচালেন। তখনও মনে হয়েছিল আর্জেন্তিনা বিশ্বকাপ জিতবে’।

 

ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, ‘মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ’।

 

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন, ‘আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাই’।

 

শাহরুখ খান ট্যুইটারে লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফাইনাল দেখলাম। আমার মনে আছে ছোট একটা টিভিতে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখতাম। এখন সন্তানদের সঙ্গে দেখলাম। প্রতিভা, পরিশ্রম আর স্বপ্ন দেখায় বিশ্বাস তৈরি করার জন্য মেসিকে ধন্যবাদ’।

 

মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, ‘অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য’।

 

প্রীতি জিন্টার ট্যুইট, ‘অসাধারণ খেলা হল। অবিশ্বাস্য ফাইনাল। মেসি, তোমার জন্য এই কাপটা চেয়েছিলাম। দারুণ খেলেছো আর্জেন্তিনা, ফ্রান্সের কপাল খারাপ’।