Imran Khan: ‘প্রধানমন্ত্রী ছিলাম আমি,ক্ষমতা ছিল বাজওয়ার হাতে’, গুরুতর অভিযোগ ‘অসহায়’ ইমরানের

চলতি বছরে ক্ষমতাচ্যুত হওয়ার সময় থেকেই পাকিস্তানের তৎকালীন সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বছর শেষে ফের একবার বাজওয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তান তেহরিকই ইনসাফ প্রধান। ইমরানের কথায়, ‘প্রধানমন্ত্রী থাকাকালীন আমি পুরোপুরি অসহায় ছিলাম’। তাঁর অভিযোগ, ‘আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, তবে আসল ক্ষমতা ছিল কামার জাভেদ বাজওয়ার হাতে।’

গত এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। সেই সময় থেকেই পাক সেনা এবং আইএসআই-এর কিছু কর্তার বিরুদ্ধে সরব হয়েছিলেন ইমরান। এদিকে গত ২৯ নভেম্বর সেনা প্রধান হিসেবে পদত্যাগ করেন জেনারেল বাজওয়া। এই আবহে ফের একবার বাজওয়ার বিরুদ্ধে সুর চড়ালেন ‘ক্যাপ্টেন’। ইমরান খান বলেন, ‘জেনারেল বাজওয়াই ছিলেন আসল ক্ষমতাবান ব্যক্তি। তিনি জাতীয় দুর্নীতি দমন সংস্থা (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) নিয়ন্ত্রণ করছিলেন। তিনি সিদ্ধান্ত নিচ্ছিলেন কোন রাজনীতিবিদকে জেলে পাঠানো হবে।’

ইমরান খান বলেন, ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আমাকে জরদারি এবং শরিফদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানিয়েছিল। তবে সেই সব মামলা নিয়ে এগোতে দেননি জেনারেল বাজওয়া।’ ইমরান অভিযোগ করেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তাঁর দুই ছেলে হামজা এবং সুলেমানের নাম জড়িয়েছিলেন আর্থিক দুর্নীতি মামলায়। সেই মামলায় নিশ্চিত ভাবে দোষী সাব্যস্ত হতেন শেহবাজ। তবে তাঁকে বাঁচিয়েছিলেন জেনারেল বাজওয়া। আমি প্রধানমন্ত্রী হয়েও পুরোপুরি অসহায় ছিলাম।’

ইমরান প্রথম থেকেই অভিযোগ করে এসেছিলেন, বর্তমান সরকার পাক সেনার সঙ্গে মিলে আমেরিকার মদতে তাঁকে ক্ষমতাচ্যুত করেছে। এই আবহে বিগত বেশ কয়েক মাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে তোপ দেগে এসেছেন ইমরান। জাতির উদ্দেশে নিজের ভাষণে ইমরান খান দাবি করেছিলেন যে তিনি আমেরিকান ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তাই তাঁর সরকারের পতন হতে পারে। ইমরান অভিযোগ করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরোধী দলগুলির সাথে ষড়যন্ত্র করেছিল তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাঁর রাশিয়া সফরের জেরেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলেও অভিযোগ করেছিলেন ইমরান খান। পাকিস্তানের এক কূটনীতিকের পাঠানো ‘চিঠি’র বরাত দিয়ে তিনি এই দাবি করেছিলেন। তিনি সরাসরি মার্কিন আধিকারিক ডোনাল্ড লু-এর নাম নিয়েছিলেন। পাক সেনা প্রধানকে এই গোটা ঘটনার সূত্রধার বলে অভিযোগ করে এসেছেন ইমরান খান। এমনকী আস্থা ভোটের দিনও প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন ইমরান খান। তা নিয়ে জল্পনা বেড়েছিল। এই সবের মাঝেই ইমরান খানের সঙ্গে জেনারেল বাজওয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেনা প্রধান পদ থেকে অবসর নেওযার পর তাই বাজওয়াকে নতুন করে আক্রমণ শানালেন ইমরান খান।