Uttar Dinajpur: লুঠের গল্প ফেঁদে বন্ধুর হাতিয়ে নিল যুবক, শেষরক্ষা হল না, গ্রেফতার অভিযুক্ত

বিশ্বাস করে বন্ধুর হাতে লক্ষাধিক টাকা দিয়েছিলেন যুবক। সেই টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার জন্যকে বন্ধুকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু, তা না করে লুঠের গল্প ফেঁদে বন্ধুর টাকা হাতিয়ে নিল যুবক। যদিও শেষরক্ষা হয়নি। শেষমেষ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে তার কাছ থেকে টাকাও উদ্ধার করেছে। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। ধৃতের নাম আসগর আলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আসগর বিহারের কিশানগঞ্জ জেলার পানিশালার বাসিন্দা। তার বন্ধু তথা অভিযোগকারী যুবকের নাম অমিতকুমার সরকার। অমিত পেশায় একজন গাড়ি চালক। তিনি কিশানগঞ্জ থেকে গাড়িতে করে শিলিগুড়ির ব্যবসায়ীদের কাছে দুধ নিয়ে যান। আবার শিলিগুড়ি থেকে কিশানগঞ্জে সরিষার তেল গাড়িতে করে নিয়ে যান। তবে গত সপ্তাহের রবিবার তিনি অসুস্থ হওয়ার কারণে আসগরকে তিনি গাড়ি চালানোর দায়িত্ব দেন। একই সঙ্গে শিলিগুড়ি থেকে সরিষার তেল আনার জন্য আসগরের হাতে ৩ লক্ষ ৭২ হাজার টাকা দিয়েছিলেন। বন্ধুকে দায়িত্ব দেওয়ার পর নিশ্চিন্তেই ছিলেন অমিত কুমার। এরপরেই ঘটে বিপত্তি।

মঙ্গলবার আসগর তাঁকে ফোন করে বলে দুষ্কৃতীরা গাইসাল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত টাকা লুঠ করে নিয়েছে। পরে অমিতের সামনে কান্নার অভিনয়ও করে। এরপর অমিত থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে প্রথমেই পুলিশের সন্দেহ ছিল আসগরের দিকে। তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সব সত্যি কথা সে পুলিশকে বলে দেয়। এরপরে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিজের বাড়িতে আলমারির ভিতরে সমস্ত টাকা রেখে দিয়েছিল আসগর। ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।