আদালতের নির্দেশে বেআইনিভাবে নিযুক্ত ৯ জনের সঙ্গে বৈঠক করলেন SSC চেয়ারম্যান

নবম – দশম নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন ৯ জন আবেদনকারী। সোমবার SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর একদা চাকরিপ্রার্থীদের আন্দোলনের নেত্রী পূর্বিতা রায় বলেন, আমার তরফে কোনও ভুল নেই। ভুল হলে তা হয়েছে SSC-র তরফে। নবম – দশমে ২২৩ জনকে নিয়ম না মেনে সুপারিশপত্র দেওয়া হয়েছে বলে ২ দফায় তালিকা প্রকাশ করে SSC. সেই তালিকায় নাম রয়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলনের একাধিক নেতারও। ২০১৯ সালে সূচনার সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা। তাঁদের মধ্যে নাম রয়েছে পূর্বিতা রায়েরও।

SSC-র তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূর্বিতাসহ ৯ জন। তাদের SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বৈঠকের দিন নির্ধারণ করেছিলেন তিনি। নির্ধারিত দিনে SSC-র দফতরে পৌঁছন আবেদনকারী ৯ জন। SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বিতা রায় বলেন, আমাকে কেন অযোগ্য বলা হচ্ছে জানি না। ২টি মোধাতালিকায় আমার নাম রয়েছে। তাছাড়া আমার নাম ভুলভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের তালিকায় রয়েছে। ভুল ভাবে সুপারিশ পাওয়া মানে অযোগ্য নয়।

তিনি আরও বলেন, প্রথম তালিকার ১৮৩ জনের মধ্যে ১১০ জন টেট পাশ করতেই পারেননি। ১০ জন টেট পাশ করেছেন। আর ৭৩ জনকে র্যাঙ্ক জাম্প করে সুপারিশপত্র দেওয়া হয়েছে। মেধাতালিকায় নাম থাকলেও কেন অযোগ্য বলা হচ্ছে তা আমি আদালতের কাছে জানতে চেয়েছি।

আদালতের নির্দেশ মেনে আবেদনকারীদের সঙ্গে বৈঠকের পর রিপোর্ট দেবেন SSC-র চেয়ারম্যান। তার পর ঠিক হবে এদের চাকরির ভবিষ্যৎ।