ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে সাদা-নীল দলের প্রার্থী তালিকা চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুই দলের অভ্যন্তরীণ সভায় প্যানেল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। প্যানেল চূড়ান্তের বিষয়ে নীল দলের পক্ষে অধ্যাপক আবদুর রহিম ও সাদা দলের পক্ষে ছিলেন অধ্যাপক মো. লুৎফর রহমান।

সাদা দলের প্রার্থী যারা

সাদা দল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে মনোনয়ন দিয়েছে সাদা দল।

এছাড়া ১০টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মোহাম্মদ মোস্তফা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

নীল দলের প্রার্থী যারা

এতে সভাপতি পদে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া নীল দল সহ-সভাপতি পদে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমান এবং সদস্য পদে ১০ জনকে মনোনয়ন দিয়েছে নীল দল।

সদস্য পদে মনোনয়ন পেয়েছেন—ড. মোহাম্মদ জিয়াউর রহমান, ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, ড. মো. আমজাদ আলী, ড. মো. সাইফুল ইসলাম খান, ড. শারমিন মুসা, ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ড. চন্দ্র নাথ পোদ্দার, ড. শরীফ আখতারুজ্জামান, মো. কামরুল হাসান।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল সাড়ে তিনটায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।