FIFA World Cup Final Records Highest Ever Search Traffic In 25 Years, Sundar Pichai Tweeted


নয়াদিল্লি: রুদ্ধশ্বাস ম্যাচে কড়া টক্করের পর ফ্রান্সকে হারিয়ে অবশেষে ফুটবলে বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিয়েছে আর্জেন্তিনা। ফিফা বিশ্বকাপ ফাইনালে গোলের বন্যা দেখেছে বিশ্ববাসী। মেসি ম্যাজিক আর এমবাপের জাদুতে বুঁদ হয়েছে সারা বিশ্ব। তৈরি হয়েছে একাধিক রেকর্ড। আর সেই সময়েই মাঠের বাইরেও তৈরি হয়েছে একটি রেকর্ড। সেই রেকর্ড করেছে গুগল (Google)।

কী সেই রেকর্ড:
ফিফা বিশ্বকাপ ফাইনালের কারণেই ঝুলিতে রেকর্ড এনেছে সার্চ ইঞ্জিন (Search Engine) গুগল। গত ২৫ বছরের ট্রাফিকের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গুগল সার্চ-এর এই রেকর্ডের কথা টুইট করে নিজেই জানিয়েছেন অ্যালফাবেট এবং গুগলের সিইও (CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)। 

পিচাইয়ের টুইট:
ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময় গত ২৫ বছরের মধ্যে সর্বকালীন রেকর্ড করেছে গুগল সার্চ। যেন সারা বিশ্ব ওই সময় কেবল একটাই বিষয় নিয়ে খোঁজ নিয়েছে।   

 

রয়েছে শুভেচ্ছা-টুইটও:
ওই টুইট করার আগে আরও একটি টুইট করেছিলেন সুন্দর পিচাই। সেখানে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তার সঙ্গেই পিচাইয়ের বার্তা ছিল, ‘মেসির থেকে বেশি আর কেউ নেই যার ওটা প্রাপ্য’

 

শুধু গুগলই নয়, তামাম সোশ্যাল মিডিয়াতেও টানা ট্রেন্ডিং মেসি, এমবাপে এবং ফিফা বিশ্বকাপ ২০২২। সেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে ম্যাচ চলাকালীন এবং আর্জেন্তিনার জয়ের পরে।

ডুডল সম্মান:
মেসির হাতে ফুটবল বিশ্বকাপ উঠতেই বদলে গিয়েছে গুগল-এর ডুডল। সেখানেই স্থান পেয়েছে নীল রং। পাশাপাশি রয়েছে সোনালির ছোঁয়া। এই টুর্নামেন্টে মেসির হাতে উঠেছে ‘গোল্ডেন বল’। তাই ডুডলে জায়গা পেয়েছে সোনালি রং। 

আরও পড়ুন: আর্জেন্তিনার জয়োৎসবে সামিল ‘গুগল’, বদলে গেল ‘ডুডল’-র আদল