Gold hidden in condom and rectum: মলদ্বার থেকে কন্ডম, আজব সব জায়গা থেকে বেরোচ্ছে সোনা! হতবাক অফিসাররা

চোরাচালান মোটেই কোনও বিরল বিষয় নয়। নানা কায়দায় চোরাচালানকারীরা কাজ করে। তার মধ্যে বহু কাণ্ডই ধরা পড়ে। কিছু নিরাপত্তাকর্মীদের নাগাল থেকে বেরিয়ে যায়। হালে ভারতেও এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণে বিদেশি অর্থ থেকে শুরু করে কোকেন পর্যন্ত নানা জিনিস ধরা পড়েছে নিরাপত্তকর্মীদের হাতে। তার অনেকগুলি আাবার ধরা পড়েছে বিমানবন্দরেও। তেমনই হালের এক ঘটনা অবাক করে দিয়েছে অনেককেই। কোচি বিমানবন্দরে ধরা পড়ল কেজি খানেক সোনা। তাও ধরা পড়ল আজব আজব জায়গা থেকে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুবাই থেকে এই বিমানবন্দরে আসেন এক যাত্রী। তাঁর কাছ থেকেই প্রায় ১.১৭ কিলোগ্রাম সোনা পাকরাও করেছেন নিরাপত্তাকর্মী। প্রায় ৪৮ লক্ষ টাকার কাছাকাছি দাম হবে এই বাজেয়াপ্ত সোনার। সোনা কোথা থেকে কীভাবে পাওয়া গিয়েছে, সেটিও কম আশ্চর্যের নয়।

জানা গিয়েছে, এই ব্যক্তি নানা স্থানে লুকিয়ে রেখেছিলেন সোনা। ওষুধের ক্যাপসুলের মধ্যে ছিল সোনা। এছাড়াও শরীরের নানা জায়গাতেও রাখা ছিল সোনা। তার মধ্যে ছিল মলদ্বারও। সেখানে বেশ কিছুটা সোনা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাগে থাকা কন্ডমের মধ্যেও ছিল সোনা। সব মিলিয়ে বিস্তর মাথা খাটিয়ে সোনা লুকোনোর জায়গা বার করেছিলেন এই ব্যক্তি। তেমনই বলেছেন নিরাপত্তাকর্মীরা। যদিও তাতে লাভ কিছু হয়নি।

এর আগে দেশের বিভিন্ন বিমানবমন্দরে মাদক এবং বিপুল বিদেশি অর্থ নিয়েও পাচারের চেষ্টা রুখে দেন নিরাপত্তাকর্মীরা। সেখানেও পাচারপদ্ধতি তাঁদের রীতিমতো অবাক করেছিল। এছাড়া এর আগে লোহার বাক্সের মধ্যেও সোনা পাচারের চেষ্টা হয়েছে। সেটিও ধরা পড়েছিল।