Hanskhali: হাঁসখালিতে ধর্ষণ করে খুনের মামলায় লিগাল সার্ভিস অথরিটির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় লিগাল এড সার্ভিস অথিরিটির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। আদালতের নির্দেশের পরও নাবালিকার পরিবারের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেননি সংস্থাটি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, মামলা পিছোতে সময় চাওয়ার জন্য লিগাল এইড সার্ভিসের উপর বিরক্তি প্রকাশ করেন।

এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ লিগাল এইড সার্ভিস অথরিটি আরও দায়িত্বশীল হবেন সেটা আশা করা যায়।কিন্তু কিছু অস্পষ্ট কথা বলে যে ভাবে বিষয়টি আড়াল করার চেষ্টা (ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি) তা যথেষ্ট অশঙ্কার। আপনাদের জন্য কত মানুষ ভুগছেন।’ ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, ‘এই দায়সারা করে কোনও কাজ হয় না। তা ছাড়া এ ভাবে দিনের পর দিন সয়মও দেওয়া যায় না।’

প্রসঙ্গত গত এপ্রিল মাসের ৪ তারিখ এ সন্ধ্যায় এক জন্মদিনের অনুষ্ঠানে মাদক খাইয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে হাঁসখালিতে। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল ভোরে নিজের বাড়িতে ওই কিশোরী মারা যায়। ৯ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন তাঁর মা। ১০ এপ্রিল রাতে গ্রেফতার হন ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ব্রজ। কলকাতা হাই কোর্টের নির্দেশে গত ১৩ এপ্রিল এই মামলার তদন্ত ভার হাতে নেয় সিবিআই। ৮৫ দিনের মাথায় চার্জশিট দেয়।