Lalan Sheikh Death: লালনের রহস্যমৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের চেয়ে মামলা, রায় স্থগিত রাখল আদালত

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্ত নিয়ে জনস্বার্থ মামলার রায়দান স্থগিত রাখল আদালত। এই মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী, লালনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত শুরু করেছে।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। জনস্বার্থ মামলায় আবেদন ছিল, হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনা হাইকোর্টে নজরদারিতে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। প্রসঙ্গত, এই মৃত্যুর ঘটনার ইতিমধ্যেই তদন্ত করছে সিআইডি। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, সিআইডি ততটা দক্ষ নয়। প্রধান বিচারপতি জানতে চান তাঁরা সমান্তরাল তদন্ত চাইছেন কি না। এই জবাবে মামলাকারীর আইনজীবী বলেন, কমিশন বা কমিটি গঠন করে তদন্ত করা হোক।

রাজ্যের অ্যাডভোটেক জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নতুন করে বিচারপতি নিয়োগ করে আর তদন্ত করার দরকার নেই আদালতের নির্দেশ মেনে সিআইডি তদন্ত করছে।

কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্দিষ্ট উদ্দেশ্যপ্রনোদিত ভাবে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআই করে তাদের হায়রানি করা হচ্ছে। সেই সময় তিনি বলেন, লালন শেখের মৃত্যুকে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। সব পক্ষে বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখে বেঞ্চ।