Manipur: আর্জেন্তিনার জয়ের উল্লাসের মধ্যেই ছুটে এল গুলি, লুটিয়ে পড়লেন মহিলা

বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। উল্লাস নীল সাদা শিবিরে। তার মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটে গেল মণিপুরে। আর্জেন্তিনা জেতার পরে উল্লাসে মেতেছিলেন স্থানীয়রা। সেই সময়ই ছুটে এল গুলি। গুলিবিদ্ধ অবস্থায় মৃত্য়ু হল ৫০ বছর বয়সী এক মহিলার।

পুলিশ সূত্রে খবর, রাত ১১টা ৫০ নাগাদ টিনের ঘরের মধ্য়ে টিভিতে খেলা দেখছিলেন পরিবারের লোকজন। সেই সময়ই বাইরে এই ঘটনা। মৃতের স্বামীর দাবি, বাড়ির সামনে বাজি ফাটার মতো আওয়াজ পাচ্ছিলাম। সেই সময়ই আচমকা গুলির আওয়াজও শুনতে পাই। ওই ব্যক্তির টায়ারের দোকান রয়েছে। তাঁর দাবি আর্জেন্তিনা জেতার আনন্দে সকলে উল্লাস করছিল। সেই সময়ই আচমকা গুলির শব্দ পাওয়া যায়।

এদিকে ঘটনার পরে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে বাড়ির লোকজন বুঝতে পারেন তাকে গুলি করা হয়েছে। তার পিঠের বাঁদিকে গুলি লেগেছিল। তার বাড়ির দেওয়ালেও দুটি গুলির চিহ্ন দেখা যায়।

পরে ওই মহিলার দেহ ইম্ফলের জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সে পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্ত করা হয়েছে ওই মহিলার দেহ।

এদিকে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সোমবার তারা ঘটনার প্রতিবাদে জয়েন্ট অ্যাকশন কমিটিও তৈরি করেছেন। স্থানীয় এলাকায় তাঁরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। তাদের দাবি এই ঘটনায় যে বা যারা জড়়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইতিমধ্যেই মণিপুর পুলিশ এনিয়ে মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু কেন ওই মহিলাকে গুলি করা হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।