Odisha Javelin Accident: গলা ফুঁড়ে এপার-ওপার জ্যাভেলিন, ভয়াবহ দুর্ঘটনার পরও বেঁচে স্কুলছাত্র

এক অভাবনীয় দুর্ঘটনায় নাবালকের গলা ফুঁড়ে এপার-ওপার চলে যায় জ্যাভেলিন। ঘটনাটি ঘেটেছে ওড়িশার বালাঙ্গির জেলায়। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনাতেও মারা যায়নি সেই ছাত্র। সেই আহত ছাত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, তার গলায় এবার-ওপার হয়ে গিয়েছে জ্যাভেলিন। সে চেয়ারে বসে। এক চিকিৎসক সেখানে দাঁড়িয়ে। জানা গিয়েছে, যে ছাত্রের গলা ফুঁড়ে জ্যাভেলিন এপার-ওপার হয়েছে, তার নাম সদানন্দ মেহের। সে নবম শ্রেণির পড়ুয়া। সদান্দ এখন বিপদের বাইরে।

জানা গিয়েছে প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস সেশন চলাকালীন এক পড়ুয়া জ্যাভলিন ছোড়ে। সেই জ্যাভেলিন গিয়ে সদানন্দর গলা চিড়ে বেরিয়ে যায়। আগলপুর বয়ে’জ পঞ্চায়েত হাই স্কুলে এই ঘটনা ঘটেছিল। জ্যাভেলিনের তীক্ষ্ণ দিকটি ছাত্রের বাঁদিক দিয়ে বেরিয়ে যায়। লম্বা দিকটি ডানদিক থেকে ‘ঝুলতে’ থাকে। ওই অবস্থাতেই সেই ছাত্রকে ভীমা ভই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যাভেলিনটি নিরাপদে তার গলা থেকে বের করে আনেন চিকিৎসকরা। তবে সদানন্দকে আপাতত হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এখন সদানন্দের আরও কোনও বিপদের আশঙ্কা নেই।

ঘটনা প্রসঙ্গে বালাঙ্গিরের জেলা কালেক্টর চঞ্চল রানা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘স্কুলে একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবং সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। শিশুটি বিপদমুক্ত হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।’ সংশ্লিষ্ট আধিকারিকদের আহত ছাত্রের পরিবারকে অবিলম্বে ৩০ হাজার টাকা দিয়ে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই ছাত্রের চিকিৎসার জন্য অর্থসাহায্যের ঘোষণা করেছেন।