আইনি প্রক্রিয়ায় কেউ গ্রেফতার হয়েছে বলে কি তাকে বীরের সম্মান দেব না: ফিরহাদ

দলীয় কর্মীকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। সোমবারই অনুব্রতকে ফের ‘বীরভূমের বাঘ’ বলেছিলেন তিনি। মঙ্গলবার গ্রেফতারির পর বললেন, ‘আইন আইনের পথে চলবে।’

এদিন ফিরহাদ বলেন, ‘আইন সবার ওপরে। আইন আইনের পথে চলবে। আইন থাকা মানেই যে বীরের সম্মান দেব না তা নয়। কেউ অভিযোগ করেছে। তাতে আইনত যা হওয়ার হবে।’ সাংবাদিকদের ফিরহাদের পালটা প্রশ্ন,’বাঘ খাঁচায় ঢুকলে সে বাঘ থাকে না না কি?’

সোমবারই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ইডির আবেদনে মঞ্জুরি দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যাবে বলে যখন সবাই প্রায় নিশ্চিত তখনই সকাল ৭টা নাগাদ আসানসোল জেলে পৌঁছয় বীরভূম জেলা পুলিশ। সোমবার রাতে শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর দায়ের করা FIR-এর ভিত্তিতে অনুব্রতকে গ্রেফতার করে দুবরাজপুর আদালতে পেশ করে তারা। আদালতে জামিনের আবেদন করেননি অনুব্রত। ফলে অভিযুক্তকে ৭ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক।

যদিও বিরোধীদের দাবি, অনুব্রতর দিল্লি যাত্রা রুখতে পরিকল্পনামাফিক তৃণমূল কর্মীকে দিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR করানো হয়েছে।