আসানসোলে পদপিষ্টের ঘটনায় আটক BJP কাউন্সিলর

আসানসোলে শিবচর্চা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে আটক করল পুলিশ। মঙ্গলবার তাঁকে আটক করেন তদন্তকারীরা। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।

গত ১৪ ডিসেম্বর আসানসোল পুসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানের পর কম্বল বিতরণের কথা ছিল। কম্বর বিতরণ শুরু হতেই হুড়োহুড়িতে ১ নাবালিকাসহ ৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় তিন কাউন্সিলর চৈতালি তিওয়ারি, গৌরব গুপ্ত ও অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ। মঙ্গলবার সকালে চৈতালি তিওয়ারিকে জেরা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আসানসোল কমিশনারেটের ৭ আধিকারিক। কিন্তু বাড়ি তালাবন্ধ থাকায় তাঁদের ফিরতে হবে। তবে ফেরার আগে চৈতালিদেবীকে ২২ ডিসেম্বর হাজিরা দিতে বলে নোটিশ সেঁটে এসেছেন তাঁরা।

ওদিকে মঙ্গলবারই আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চৈতালি তিওয়ারি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে গৃহীত হয়েছে তাঁর আবেদন। শুনানি বুধবার।

এদিন তাঁর বাড়িতে পুলিশে আগমন নিয়ে টুইটারে চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘ছেড়ে যাব না এই বাংলাকে। জন্ম হয়েছে এই বাংলার মাটিতে।’ পালটা তৃণমূলের দাবি, সহানুভূতি জোগাড় করার চেষ্টা করছেন জিতেন্দ্র।