Amit-Mamata Meeting: সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণের কাজ শুরু নবান্নের, কেন এমন উদ্যোগ?

দু’‌দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠক হয়। আর সেই বৈঠকের পরপরই আন্তর্জাতিক সীমান্ত নিয়ে তৎপরতা শুরু করল নবান্ন। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। আর তারপরই এবার তা নিয়ে দেরি করতে রাজি নয় নবান্নের কর্তারা। তাই আজ, সোমবার থেকে কাজ শুরু করে দেওয়া হল।

ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?‌ নবান্ন সূত্রে খবর, আগামী মার্চ মাসের মধ্যে ৭০ কিলোমিটারের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য জমি অধিগ্রহণের কাজ আজ থেকে শুরু করা হল। রাজ্যের এই উদ্যোগে খুশি নয়াদিল্লিও। এই গোটা প্রক্রিয়াটি দ্রুত শেষ করে দিতে চাইছে নবান্ন। তাই জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী আলোচনা হয়েছিল বৈঠকে?‌ গত শনিবার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্তরক্ষা নিয়ে বিএসএফের পাশাপাশি রাজ্যগুলিরও যে সমান দায়িত্ব আছে তা মনে করিয়ে দিয়েছেন। তার পরপরই জেলাগুলির পক্ষ থেকে জমি অধিগ্রহণের জন্য বিশেষ তৎপরতা শুরু করা হয়েছে। এই নিয়ে বিএসএফ কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছিল ওই বৈঠকে বলে সূত্রের খবর। এমনকী আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ মার্চ মাসের মধ্যেই শেষ করতে রাজ্যকে জানিয়েছে কেন্দ্র।

আর কী জানা যাচ্ছে?‌ ভারত–বাংলাদেশ সীমান্তে এই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হচ্ছে। এখানে জমি সমস্যা রয়েছে। রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে। তাই আগামী মার্চ মাসের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজটি শেষ করতে বলা হয়েছে নবান্নের তরফে। সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ রুখতেই এই ব্যবস্থা করা হচ্ছে। এই বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত নিয়েও বিশেষ আলোচনা হয় বলেই নবান্ন সূত্রে খবর।