Asteroid:পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে স্টেডিয়ামের আকারের গ্রহাণু!

প্রায় ৬৮০ ফুট চওড়া! ২০ ডিসেম্বর পৃথিবীর নিকট দিয়ে এই গ্রহাণু চলে যাবে। গ্রহাণুটির নামকরণ করা হয়েছে 2014 HK129। পৃথিবী থেকে নিকটতম অবস্থায় গ্রহাণুটি প্রায় ২৫ লক্ষ কিলোমিটার দূরত্বে থাকবে। বলাই বাহুল্য, গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনও সম্ভাবনাই নেই।