Giraffe & zebra bones: ব্যাগ খুলতেই বেরিয়ে এল প্রাণীর হাড়গোড়! মহিলার সাফাই শুনে সবাই অবাক

অনেকেরই পুরোনো জিনিস সংগ্রহে রাখার শখ রয়েছে। কেউ ডাকটিকিট সংগ্রহ করেন, কেউ আবার পুরোনো দিনের মুদ্রা। আবার প্রাচীন দেবদেবীর মূর্তির পাশাপাশি বিভিন্ন পুরোনো ভাস্কর্য অনেকের সংগ্রহে দেখা যায়। তবে প্রাচীন জন্তুর হাড়গোড় সংগ্রহে রাখতে ভালোবাসেন এমন মানুষের সেভাবে দেখা মেলে না। সম্প্রতি এমন একজনেরই সাক্ষী হল আমেরিকার ডালস বিমানবন্দর। আর পাঁচটা দিনের মতোই পর্যটকদের ব্যাগ পরীক্ষা চলছিল বিমানবন্দরে। তখনই এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়। চেহারায় সেগুলি বেশ পুরোনো। এ ব্যাপারে তৎক্ষণাৎ প্রশ্ন করা হয় মহিলাকে। জানা যায়, এই হাড়গুলি তিনি কেনিয়া থেকে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, হাড়গুলি জেব্রা ও জিরাফের। তবে হঠাৎ ব্যাগে করে হাড়গোড় নিয়ে আসার কারণ কী? এর উত্তরে মহিলাটি জানান, অন্য কোনও উদ্দেশ্যে নয়, ভ্রমণের স্মৃতি হিসেবেই এগুলি তিনি কেনিয়া থেকে নিয়ে এসেছেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিপন্ন প্রাণী আইন অনুযায়ী, হাড়গোড় ও শরীরের কোনও অংশ ব্যক্তিগত সংগ্রহে রাখা নিষিদ্ধ। জানা যায়, মহিলাটি ভার্জিনিয়ার ফাকির কাউন্টির বাসিন্দা। আবগারি দপ্তরের কৃষিবিশেষজ্ঞরা হাড়গুলি উদ্ধার করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আমেরিকার মৎস্য ও বন্যপ্রাণ দপ্তরের আধিকারিকরা পরে সেগুলি বাজেয়াপ্ত করে নেয়। এদিন শুল্ক ও সীমান্ত দপ্তরের আধিকারিক স্টিফেন স্যাপ ওয়াশিংটন পোস্টকে জানান, বন্যপ্রাণী বা তার দেহের অংশ আমদানি বা রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে। এর জন্য বিশেষ অনুমতিও নিতে হয়। স্যাপ জানান, মহিলাটির কথায়, কেনিয়ার বেড়াতে গিয়ে নদীর ধারের এক বাড়িতে সে এই হাড়গুলি পায়। তিনি নিজের সংগ্রহে রাখার জন্য নিয়ে আসতে চাইলে বাড়ির মালিক তাঁকে অনুমতি দেন। তবে স্যাপের কথায়, ব্যক্তিগত উপহার হিসেবে পেলেও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তবেই এই ধরনের জিনিস এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া যায়। শুল্ক ও নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর স্টেফান ম্যালোনি তাঁর টুইটারে হাড়ের ছবি দিয়ে একটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, আজ এক যাত্রীর ব্যাগ থেকে এগুলি উদ্ধার করেছে শুল্ক বিভাগের কৃষি আধিকারিকরা। এমন কিছু জিনিস যার দেখা রোজ মেলে না!