Mamata Banerjee: বুধবারই অ্যালেন পার্কে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তৎপরতা মুখ্যমন্ত্রীর?‌

হাতে আর পাঁচদিন বাকি। তারপরই বড়দিন। সুতরাং উৎসবে মেতে উঠবে বাংলা। ইতিমধ্যেই রাস্তাঘাটে আলো লেগে গিয়েছে। তাই সাজো সাজো রব গোটা মহানগরীতে। তবে বুধবার থেকেই কলকাতা বড়দিন উৎসবে মেতে উঠবে বলে নবান্ন সূত্রে খবর। কারণ বুধবারই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সেখানে সাজানোর কাজ করছে রাজ্যের পর্যটন দফতর। প্রতি বছরই অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে থাকেন। এবার তিনি আগাম থাকবেন বলে সূত্রের খবর।

ঠিক কী ঘটতে চলেছে অ্যালেন পার্কে?‌ অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালেন পার্কের অনুষ্ঠানে পুরো সময় থাকবেন তিনি। আর এই অনুষ্ঠান শেষ করেই সেন্ট জেভিয়ার্স কলেজে যাবেন তিনি। বড়দিনের অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান মুখ্যমন্ত্রী। আবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়া হবে বলে আমন্ত্রণ জানানো হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। সেখানে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। তারপর গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে অ্যালেন পার্কে আসবেন তিনি। আর তখন থেকেই আলোর রোশনাইয়ে ভেসে যাবে পার্ক স্ট্রিট। আর এখানের অনুষ্ঠানের উদ্বোধনে থেকে তারপর আরও কয়েকটি কর্মসূচি সারবেন তিনি।

উল্লেখ্য, গত দু’‌বছর করোনাভাইরাসের দাপটের জেরে সেভাবে বাংলার মানুষ উৎসবে মেতে উঠতে পারেননি। এবার বাংলা করোনাভাইরাস শূন্য হওয়ায় সেটা সম্ভব হবে। অন্যান্য উৎসবে স্বতঃস্ফূর্তভাবে মেতে উঠতে পেরেছিলেন মানুষজন। বড়দিনেও সেই ছবি দেখা যাবে সর্বত্র। গোটা পার্ক স্ট্রিট–সহ মহানগরীতে বাড়তি পুলিশের ব্যবস্থা করতে হয়েছে। তাই বুধবারের পর থেকেই কলকাতা জুড়ে বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।