Suvendu Adhikari: রাজ্যের BJP নেতাদের মাথার ওপর মামলার বোঝা, কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চাইলেন শুভেন্দু

রাজ্যের বিজেপি নেতাদের ওপর মামলার বোঝা। এই আবহে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চাইলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে খুন, দুর্নীতি সহ একাধিক মামলা ঝুলছে। তিনি নিজে হাই কোর্টের রক্ষাকবচ পেয়ে আপাত স্বস্তিতে রয়েছেন। এদিকে তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও ঝুলছে একাধিক দুর্নীতির মামলা। শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসার একাধিক মামলায় নাম রয়েছে জেলা স্তরের নেতা থেকে বুথকর্মীদের। এই আবহে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া দলের সাংসদদের বৈঠকে উপস্থিত হয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে সাহায্য প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারী। এমনই দাবি করলেন সেই বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বাড়িতে গতরাতে বঙ্গ বিজেপির সব সাংসদদের নিয়ে বৈঠক হয়। শুভেন্দু এই বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দিয়েছিলেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে যে সব ভুয়ো মামলা রয়েছে, তা লড়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চেয়েছেন শুভেন্দু। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি নন্দীগ্রামের বিধায়ক। এদিকে রিপোর্ট অনুযায়ী, শুভেন্দুর আবেদনের প্রেক্ষিতে নড্ডা জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত এবং এ নিয়ে ভাবনাচিন্তা চলছে।

গতরাতের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এদিকে গতকালকের বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে বৈঠকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল ছাড়াও ছিলেন এই রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এবং আশা লাকড়া। জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিজেপি সভাপতি জেপি নড্ডা সাংসদদের বলেন, ‘‌বিধানসভা নির্বাচনের সময় যে ভুল হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব দ্রুত মেটান। পঞ্চায়েত নির্বাচনে বুথস্তরে কর্মীদের মতামতকে গুরুত্ব দিন।’‌ রাজ্য বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল থেকে শুরু করে ভেঙে পড়া সংগঠন—সব নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলে সূত্রের খবর।