সব রকম দুর্নীতিতে যুক্ত, টাকা নিয়ে FIR করেছে শিবঠাকুর, বিস্ফোরক দাবি কাকার

তাঁর অভিযোগের জেরে গরুপাচারকাণ্ডে আদালতের প্রোডাকশন ওয়ারেন্ট পেয়েও অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারেনি ED. মঙ্গলবার সকাল থেকে সংবাদমাধ্যমের শিরোনামজুড়ে শুধু তিনি। সেই শিবঠাকুর মণ্ডলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই কাকা। দাবি করলেন, অনুব্রতকে বাঁচাতে মোটা টাকার বিনিময়ে এই FIR করেছে ভাইপো।

শিবঠাকুরের কাকা দীপক মণ্ডল বলেন, ‘অনুব্রত মণ্ডলের সঙ্গে ওর দীর্ঘদিনের সুসম্পর্ক। ও মিথ্যা ছাড়া রাজনীতি করে না। প্রথম থেকেই মিথ্যা নিয়ে রাজনীতি করছে। মিথ্যা ছাড়া সত্য কথা বলে না। অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে যেতে যে প্রক্রিয়া চলছিল সেটাকে আটকাতেই এই পদ্ধতি অবলম্বন করেছে ও’।

তাঁর দাবি, ‘চাকরি দেওয়ার নাম করে এলাকার প্রচুর লোকের কাছ থেকে টাকা নেয়। প্রধান হওয়ার পর থেকে গরিব মানুষের ঘর এলে সেখান থেকে টাকা নেয়। একটা বার্ধক্যভাতা করে দিলে টাকা নেয়। ১০০ দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ভরে অর্ধেক অর্ধেক ভাগ নেয়। আমার অনুমান, ও অনেক টাকার বিনিময়ে এই FIR করেছে’।

মঙ্গলবার সকালে শিবঠাকুরের দায়ের করা FIR-এর ভিত্তিতেই অনুব্রতকে গ্রেফতার করেছে বীরভূম পুলিশ।