Covid 19 in China: চিনে ফিরছে করোনা আতঙ্ক! একই দিনে নতুন করে সংক্রমিত ৩ হাজারের বেশি

চিনে লকডাউন উঠে যাওয়ার পর নতুন করে ফিরছে করোনা আতঙ্ক। প্রতিদিনই সে দেশে ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, যা শুধু চিনের নয় গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার নতুন করে চিনের কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এদিন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনা সংক্রমণের ফলে গোটা দেশেই এখন আতঙ্কের পরিবেশ।

চিনের ন্যাশনাল হেলথ কমিশনের মতে, মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১০১ জন। এর আগে সোমবার চিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৬৫৬ জন। সব মিলিয়ে চিনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ২৭৬ জন। অর্থাৎ চিনে করোনা সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী। সোমবার চিনে কোভিডে মৃত্যু হয়েছে ৫ জনের।

চিনে নতুন করে করোনা ঢেউ আছড়ে পড়ার ফলে এখনই করোনা জরুরি পর্যায়ের সমাপ্তি ঘোষণা করা সম্ভব হবে না বলেই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেশ কয়েকজন উপদেষ্টা। উল্লেখ্য, এরিক ফেইগল ডিং নামে এক বিজ্ঞানী সোমবার সতর্ক করেছেন, ‘চিনের ৬০ শতাংশেরও বেশি এবং পৃথিবীর জনসংখ্যার ১০ শতাংশ মানুষ সম্ভবত আগামী ৯০ দিনের মধ্যে সংক্রামিত হবে। সেই সঙ্গে বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও করেছেন তিনি।

চিনের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশকে সমস্ত রকমের সহায়তা করার আশ্বাস দিয়েছে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা কোভিড নিয়ে চিন সহ বিশ্বের দেশগুলিকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। আমাদের জন্য এটি শুধু রাজনীতির বিষয় নয়। আমরা চাই করোনার মোকাবিলা করতে।’