Covid To Grip The World, Kill Millions In Next 90 Days, Says Epidemiologist


নয়াদিল্লি :  ‘COVID-19 বিধিনিষেধ শিথিল করার পরেই আবার হু হু করে ভাইরাসের সংক্রমণ। বিপদের মুখে চিন । করোনভাইরাস কেস বাড়ছে  ব্যাপক হারে। ভয়ঙ্কর সঙ্কটের সম্মুখীন চিন। সে-দেশে হাসপাতালগুলির বেড এক্কেবারে ভর্তি।  এই কথা জানিয়েছেন এরিক ফেইগল-ডিং নামে এক একজন মহামারী বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অর্থনীতিবিদ (Eric Feigl-Ding, an epidemiologist and health economist)  জানিয়েছেন।

পতঙ্গ বিশেষজ্ঞ  মনে করেছেন যে চিনের ৬0 শতাংশেরও বেশি এবং পৃথিবীর জনসংখ্যার ১0 শতাংশ আগামী ৯0 দিনের মধ্যে সংক্রমিত হতে পারেন করোনায়। এবং তার প্রকোপও হবে বাড়াবাড়ি রকমের।  মৃত্যুর আশঙ্কা বাড়বে।  তাঁর অনুমান ফের কোভিড কাড়তে পারে লক্ষ লক্ষ প্রাণ। 

আরও পড়ুন : 

অ্যানিমিয়ায় ভুগছেন বুঝবেন কীভাবে ? এর পিছনে লুকিয়ে থাকতে পারে এই বড় অসুখগুলি

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে,  আগামী ৩ মাসের  মধ্যে হু হু করে চড়বে গ্রাফ।  শুধু চিন নয়, সঙ্কটে পড়বে অনেক দেশ। কোভিড-১৯ এ মৃতদের জন্য নির্দিষ্ট বেজিংয়ের  শ্মশানগুলির মধ্যে একটি সাম্প্রতিকালে মৃতদেহের লাইন পড়ে যায়। চিনের রাজধানীতে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস। মনে করা হচ্ছে, সম্প্রতি দেশে মহামারী বিধিনিষেধের আকস্মিক শিথিল করার পরই এই ধাক্কা।

  

১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশাসনের তরফে চারটি মৃত্যুর ঘটনা ঘোষণা করার পর থেকে চিন বেইজিংয়ে আর কোনও কোভিড মৃত্যুর খবর প্রকাশ্যে আনেনি। চিনের মন্ত্রিসভার তথ্য অফিস, স্টেট কাউন্সিল থেকেও কোনও তথ্য মেলেনি। 

চিনের রাজধানীর পূর্ব প্রান্তে অবস্থিত বেজিং ডংজিয়াও শ্মশানে  অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দরখাস্তের সংখ্যা বেড়েছে হু হু করে।  কম্পাউন্ডে কর্মরত ব্যক্তিদের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। 

“কোভিড পুনরায়  বাড়তে থাকার পর থেকে, আমদের কাজের চাপে বেড়ে গিয়েছে” শ্মসান-সূত্রে এই খবর মিলেছে। 

সব মিলিয়ে কোভিড আবার আতঙ্ক বাড়াচ্ছে। 

বিশ্বের করোনা আপডেট

  • বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৬৯ হাজার ৪১৮ জনের।
  • মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৪৪ লক্ষ ১৮ হাজার ৩৪৯। 
                                                                               

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator