Germany: ১০,৫০৫ মৃত্যুর নির্দেশে শিলমোহর, ৯৭ বছরের নাৎসি মহিলাকে দুই বছরের কারাদণ্ড

৯৭ বছরে এক মহিলা ১০,৫০৫ টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত! আর সেই অভিযোগে ওই বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করল আদালত। অবাক লাগলেও বৃদ্ধার বিরুদ্ধে এমনই অভিযোগ প্রমাণিত হয়েছে জার্মানির একটি আদালতে। ওই বৃদ্ধার নাম ইরমগার্ড ফর্চনার। তিনি নাৎসি স্টুটহফ কনসেনট্রেশন ক্যাম্পের টাইপিস্ট হিসেবে কাজ করতেন। সেই সময় বহু মানুষকে হত্যা করা হয়েছিল। আর মৃত্যুর খতিয়ানে স্ট্যাম্প মারত ওই ইরমগার্ড। তিনিই প্রথম নারী যিনি নাৎসি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

উত্তর জার্মানির একটি আদালতে ওই মহিলার বিচার চলছিল। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাম্প কমান্ড্যান্টের অফিসে তিনি স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট হিসাবে কাজ করতেন। ১৯৪৩ সালের জুন থেকে ১৯৪৫ সালের এপ্রিলের মধ্যে সেখানে বন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।১৯৪৪ সালের জুন মাসে সেখানে ৬০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। ওই ক্যাম্পে যারা মারা গিয়েছিলেন তাদের ডেথ সার্টিফিকেট স্ট্যাম্প মারত ওই মহিলা। নিহতদের মধ্যে কেউ অ-ইহুদি বন্দি, কেউ আবার সোভিয়েত সেনা ছিলেন। তারমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে স্ট্যাম্প মেরেছিল ইরমগার্ড।

তার বিরুদ্ধে মামলা শুরু হয় ২০২১ সালে। সে হোম থেকেও ফেরার হয়ে গিয়েছিল। পরে পুলিশ তাকে আটক করে। টানা ৪০ দিন ধরে তাকে জেরা করা হয়। যদিও ইরমগার্ডের আইনজীবীরা তাকে জামিন দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। তাদের বক্তব্য, যে সময় এই ঘটনা ঘটেছিল তখন মহিলার বয়স খুবই অল্প ছিল। সে সব তার পক্ষে বোঝা সম্ভব ছিল না। ইরমগার্ডও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।