Kolkata Police: ফরাসি ভাষা শিখবে কলকাতা পুলিশ, লালবাজারে হল চুক্তি, কারণটা কী?

ফরাসি ভাষা শিখবে কলকাতা পুলিশ। পুলিশের মধ্যে আগ্রহীরা এই ভাষা শিখতে পারবেন। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। এনিয়ে নির্দিষ্ট সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে কলকাতা পুলিশের। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। ঠিক কী করা হবে এক্ষেত্রে?

পুলিশের পক্ষ থেকে ওই পোস্টে জানানো হয়েছে, কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং শাখা ও আলিয়ঁস ফ্রঁসেজ সংস্থার যৌথ উদ্যোগে চালু হতে চলেছে ইচ্ছুক পুলিশকর্মীদের জন্য ফরাসি ভাষায় প্রাথমিক স্তরের মৌখিক কথোপথনের উপযোগী সার্ভাইভাল কোর্স। এই বিষয়ে লালবাজারে কলকাতা পুলিশ ও আলিয়ঁস ফ্রঁসেজ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো ও কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল(২) শ্রী লক্ষ্মীনারায়ণ মিনা ও যুগ্ম নগরপাল(আধুনিকীকরণ) শ্রী শঙ্খশুভ্র চক্রবর্তী।

এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। এদিকে সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে পোস্ট করার পরেই নানা মন্তব্য ভেসে আসছে নেটপাড়ায়। কেন ফরাসি ভাষা শিখবেন পুলিশ কর্মীরা তা নিয়েও প্রশ্ন উঠছে।অনেকে আবার বলছেন প্রথমে ভেবেছিলাম মেসির ছবি! তবে সূত্রের খবর, কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসাবে কাজের সুবিধার জন্য় এই ফরাসি ভাষা শিখে রাখার প্রয়োজন অনুভব করেছে কলকাতা পুলিশ। এর জেরে এই বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশের।

অনেকের মতে কলকাতায় নানা সময় ফরাসি নাগরিকরা বেড়াতে ও কাজেকর্মে আসেন। সেক্ষেত্রে কাজ চালানোর মতো ফরাসি ভাষা জানা থাকলে আখেরে সুবিধা হবে কলকাতা পুলিশের।

এক নেট নাগরিক জানিয়েছেন, কলকাতায় আর্জেন্তিনার ফ্যান বেস দেখে চমকে গিয়ে ফরাসি গভর্নমেন্ট এই স্কিম চালু করছে। অপরজন লিখেছেন ম্যাডাম ফ্রান্স যাবেন…