Mamata Banerjee: চিনে বাড়ছে করোনা, শুনে উদ্বেগ মুখ্যমন্ত্রীর, নজরদারির টিম তৈরির নির্দেশ

চিনে প্রায় তিন বছর পর উঠছে লকডাউন। তার ঠিক এক মাসের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সে দেশে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫,২৪১। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি বৈঠকে সে দেশের পরিস্থিতির কথা মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখে শুনে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসচিবকে এ নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিলেন।

বৈঠকে একেবার শেষের দিকে মুখ্যমন্ত্রী দেখেন কালো মাস্ক পরে এক জন বসে রয়েছে। তখন তিনি প্রশ্ন করেন,’মুখে কালো মাস্ক পরে বসে আছো কেন? চায়নার কোভিড তুমি ভয় পাচ্ছো। কিন্তু চায়না তো এখন নিয়ন্ত্রণ করছে না।’ এর পরই মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,’এখন করছে। চিনে অনেক লোক মারা গিয়েছে। স্কুল-কলেজ সব বন্ধ করে দিচ্ছে।’

এর পরই তিনি স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূ নিগমকে নির্দেশ দেন পরিস্থিতির উপর নজর রাখার জন্য একটি টিম তৈরি করতে। যাঁরা রোগটি সম্পর্কে বোঝেন তাঁদের সেই টিমে রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর কথা প্রেক্ষিতে স্বাস্থ্য সচিব জানান, মঙ্গলবার ইতিমধ্যেই একটি বৈঠক হয়ছে। জিনোম সিকোয়েন্সিয়ের উপর জোর দেওয়া হচ্ছে। ভারতে এখনও কোভিড সেভাবে বাড়েনি। কিন্তু রাজ্যের তরফে নজরদারি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ রাজ্যগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। রাজ্যের পরিস্থিতি এখনও স্বাভাবিক থাকলেও গত দু’দিনে আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেড়েছে। 

কোভিডের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডেঙ্গি পরিস্থিতি নিয়েও খোঁজ। স্বাস্থ্য সচিব জানান, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু তাপমাত্র কমছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছ।