North Bengal University: ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর করা হচ্ছে না’ সাফ জানিয়ে দিলেন ব্রাত্য

আন্দোলনের চাপে পড়ে অবশেষে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের জমি হস্তান্তর নিয়ে পিছু হঠল সরকার। আজ বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট জানিয়েদিলেন, এই বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর করা হচ্ছে না। কোনও বেসরকারি সংস্থা বা সরকারি দফতরের হাতে জমি হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ। আজ বুধবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে জমি হস্তান্তরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ক্যাম্পাসে। এই দাবিতে তারা বিক্ষোভ দেখান। পরে বিক্ষোভকারীদের উপর বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তানি বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও শিক্ষামন্ত্রীর মুখের কথাতে আশ্বস্ত হতে পারছেন না আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, ইসি বৈঠকে এই সিদ্ধান্ত জানাতে হবে। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি কোনও বেসরকারি সংস্থা বা পর্যটন বিভাগের হাতে দেওয়া হবে না। পর্যটন বিভাগ ট্যুরিজম কেন্দ্র করার জন্য অন্য জায়গা দেখছে।’ যদিও কোনওভাবেই আন্দোলনের চাপে পড়ে এই সিদ্ধান্ত নয় বলেই তিনি স্পষ্ট করেন।

এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনার সহ হোস্টেল ভবন উদ্বোধন ও একাধিক কর্মসূচির জন্য সেখানে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের প্রতিবাদে লাগাতার আন্দোলন করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ। এদিও তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেন। পাশাপাশি এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করারও আবেদন জানান তারা। যদিও তাদের সঙ্গে পরে কথা বলবেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, ‘বেসরকারি হাতে জমি দেওয়ার কোনও সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়নি। সরকারের একটি দফতর অন্য একটি দফতরকে জমি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে কথা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটাও দেওয়া হচ্ছে না।’