Prashant Bhushan: এজেন্সি দিয়ে বিচারব্যবস্থাকে ‘ব্ল্যাকমেল’ করার বিস্ফোরক অভিযোগ! কেন্দ্রকে তোপ প্রশান্ত ভূষণের

সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণ সদ্য ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ এনেছেন। এক বিস্ফোরক দাবিতে প্রশান্ত ভূষণ বলেন, বিচার ব্যবস্থার থাকা ব্যক্তিত্বদের দুর্বল দিকের খোঁজ নিতে তদন্তকারী এজেন্সিদের সহায়তা নিচ্ছে মোদী সরকার। এথানেই শেষ নয়, প্রশান্ত ভূষণের দাবি, বিচার ব্যবস্থাকে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে।

সমাজবাদী নেতা বাবুসাহেব কালদাতের স্মরণে আয়োজিত এক সভায় ঔরাঙ্গাবাদে মোদী সরকারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনে মুখ খোলেন প্রশান্ত ভূষণ। তাঁর বিস্ফোরক অভিযোগ, কেন্দ্র যখন দেখছে যে তার কথা কোনও একজন বিচারপতি (বিচারপতি পদে আসতে চলা ব্য়ক্তিত্ব) বলছেন না, তখনই তাঁকে নিয়োগের অনুমতি দেওয়া হচ্ছে না। আইনজীবী প্রশান্ত ভূষণ বলছেন, ‘এই সরকার নতুন এক পদ্ধতি গ্রহণ করেছে। সমস্ত বিচারপতিদের নিয়ে একটি নতুন ফাইল তৈরি করেছে। আইবি, আয়কর বিভাগ, প্রবর্তন নির্দেশালয়ের মতো তদন্তকারী এজেন্সি দিয়ে বিচারপতি বা তাঁদের আত্মীয় বা তাঁদের দুর্বলতার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কোনও দুর্বলতার দিকের খোঁজ পেলেই তা দিয়ে বিচারপতিদের ব্ল্যাকমেল করা হচ্ছে… এটা এখন হচ্ছে।’ 

প্রশান্ত ভূষণ বলছেন, ‘আমরা যখন আমাদের সংবিধানকে গ্রহণ করি, তখন বহু প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আর তাদের সায়াত্ত্ব ক্ষমতা থাকে। আর এখন পদক্ষেপ করা হচ্ছে তাঁদের ধরপাকড়ের ব্যবস্থা চলছে। ’আরও এক বিস্ফোরক দাবিতে প্রশান্ত ভূষণ বলেন, ‘আগে নির্বাচন কমিশন সায়াত্ত্ব ছিল, তবে এখন নির্বাচনের দিন ধার্য করে কমিশন।’ তাঁর দাবি, যেভাবে ২০১৬ সালে দেশে নগদবিহীন টাকা লেনদেনের কথা বলা হয়েছিল, সেইভাবেই বর্তমানে নির্বাচনগুলিতে নগদবিহীন টাকা লেনদেন করা হোক।