Telengana Fake Kidnapping: বাবার সামনেই অপরহণের নাটক তরুণীর, প্রেমিকের সঙ্গে বিয়ের পর প্রকাশ করলেন ভিডিয়ো

তেলাঙ্গানায় এক তরুণী বাবার সঙ্গে মন্দিরে যাওয়ার পথে ‘অপহরণ করে নিয়ে গিয়েছিল’ একদল দুষ্কৃতী। তার কয়েকঘণ্টা পরেই জানা গেল আসল ঘটনা। আসলে ওই তরুণীকে অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার জন্য এই পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজন্না সিরসিলা জেলায়।

এদিন তরুণীকে ‘অপহরণের’ সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, অপহরণকারীরা গাড়িতে করে আসে। এরপর তাদের মধ্যে একজন মুখ ঢেকে মেয়েটিকে তাঁর বাবার সামনে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। তখন তরুণী কোনওভাবে তার হাত ছাড়িয়ে নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে অপহরণকারী তাঁকে কোনওভাবে ধরে ফেলে এবং গাড়িতে তুলে নিয়ে চলে যায়। মেয়েটির বাবাও গাড়ির পিছনে ধাওয়া করেন। এরপরই সিসিটিভি ফুটেজের সাহায্যে ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ জানায়, ওই তরুণীকে উদ্ধারে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। পরে পুলিশ ওই গাড়িটি খুঁজে বের করে। তারপরেও অপহরণকারীদের কোনও হদিস মেলেনি।

পরে এই ঘটনার কয়েক ঘণ্টা পরে তরুণী একটি ভিডিয়ো প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, কেউ তাঁকে অপহরণ করেনি এবং এই অপহরণের পরিকল্পনাটি তার নিজের ইচ্ছায় করা হয়েছিল। জনি ওরফে জ্ঞানেশ্বর নামে এক যুবকের সঙ্গে তাঁর চার বছরের প্রেম। জনিই তাকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়েছিল পূর্ব পরিকল্পনা মতো। এখন এই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এর আগেও মেয়েটি জনিকে পালিয়ে বিয়ে করেছিল। তখন তিনি নাবালিকা ছিলেন। তাই তার পরিবারের অভিযোগের ভিত্তিতে জনিকে গ্রেফতার করেছিল পুলিশ। মেয়েটির পরিবার সম্প্রতি মেয়েটিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারপরেই এভাবে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে করেন ওই তরুণী।