Twitter Grey Tick: সরকারি অ্যাকাউন্টের নামের পাশে ধূসর টিক চালু করল ইলনের টুইটার

ধূসর রঙের টিক চালু করল টুইটার। ভেরিফিকেশন প্রক্রিয়ায় এই নতুন রঙের টিক যোগ করা হয়েছে। কেবলমাত্র সরকারি আধিকারিক এবং আন্তর্জাতিক-বহুপক্ষীয় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের নামের পাশেই এই ধূসর রঙের টিক থাকবে।

একটি টুইটে, টুইটার সাপোর্ট লিখেছে, ‘আজ থেকে, বাকি আইকনগুলি দেখতে পাবেন। নীল এবং সোনালি চেক ছাড়াও, সরকারি এবং বহুপক্ষীয় অ্যাকাউন্টের ক্ষেত্রে ধূসর টিক থাকবে। প্রধান ব্যবসায়িক সংস্থার ক্ষেত্রে স্কোয়ার অ্যাফিলিয়েশন ব্যাজ থাকবে।’ আরও পড়ুন: চলন্ত ট্রেনের দরজায় ‘বিপদজনক ভাবে’ ঝুলছেন সোনু, দেখেই টুইটারে সতর্ক করল রেল!

নতুন এই ফিচার যদিও এখনই সম্পূর্ণরূপে চালু হয়নি। বেশ কয়েকজন প্রধান রাজনীতিবিদদের প্রোফাইলে এখনও আগের মতোই পুরানো, নীল রঙের টিক দেখা যাচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে টুইটারের নয়া সিইও ইলন মাস্ক ভেরিফিকেশন ব্যবস্থার আমূর পরিবর্তনের ঘোষণা করেন। প্রথমে তিনি সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটিই সাবস্ক্রিপশন ভিত্তিক করার চেষ্টা করেন। তিনি বলেছিলেন, ‘টুইটারের নীল টিকের এই মালিক-ভৃত্যের বিষয়টি একেবারে ভিত্তিহীন।’ এতদিন শুধুমাত্র পাবলিক ফিগারদের অ্যাকাউন্টেই এই নীল ভেরিফিকেশন টিক দিত টুইটার।

এদিকে মাস্কের নয়া নীতিতে দেখা যায়, অন্য কারও নামেও অ্যাকাউন্ট খুলে টাকার বিনিময়ে নীল টিক বসিয়ে নেওয়া যাচ্ছিল। এর ফলে তুমুল বিভ্রান্তির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নয়া, বিভিন্ন রঙের টিক-এর ব্যবস্থা করা হয়।

নয়া নিয়মে কোনও সরকারি পেজের ক্ষেত্রে ধূসর রঙের টিক চিহ্ন থাকবে। বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে নামের পাশে সোনালি টিক থাকবে। আবার সাধারণ ব্যবহারকারীদের জন্য(সেলিব্রিটি হন বা না-ই হন) নীল টিক হবে। এগুলি টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। সেটার পর টুইটার কর্তৃপক্ষ তা নিজে খুলে দেখে সেই প্রোফাইল ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, যে সেটিই আসল প্রোফাইল কিনা। তারপরেই সেটি ভেরিফায়েড হবে। ইলন মাস্ক জানান, এই হাতে ধরে একটি একটি করে প্রোফাইল যাচাই করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটি করা খুব গুরুত্বপূর্ণ।

ধূসর টিক-এর মানে কী?

টুইটার জানিয়েছে, ধূসর চেক মার্ক মানে সেটি কোনও সরকারি প্রতিষ্ঠান বা দফতর, বা কোনও বহুপাক্ষিক সংস্থার অ্যাকাউন্ট। সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে জাতীয় এবং স্থানীয় আপদকালীন প্রতিক্রিয়া, জননিরাপত্তা, আইন প্রণয়নকারী ও নিয়ন্ত্রক সংস্থা, দূতাবাস এবং অন্যান্য প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলির পাশে ধূসর টিক থাকবে। এর পাশাপাশি নির্বাচিত বা নিযুক্ত সরকারি কর্তা, যেমন রাষ্ট্রপ্রধান, সরকারি মুখপাত্র, শীর্ষ কূটনৈতিক প্রধান, মন্ত্রিসভার সদস্যদের(জাতীয় স্তরে) নামের পাশেও এই টিক থাকবে। আরও পড়ুন: ‘আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াব?’ পোল করে জানতে চাইলেন ইলন মাস্ক

এর মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তি, হিংসা, গুজব রটানো এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।