খড়গপুরের পর মেদিনীপুর, পুরপ্রধানের বিরুদ্ধে চিঠি লিখলেন তৃণমূলেরই কাউন্সিলররা

খড়্গপুরের পর মেদিনীপুর। ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের দ্রোহ। পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দলের ১১ জন কাউন্সিলর। পর পর একই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তৃণমূলের ১১ জন কাউন্সিলর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দবি, পুরপ্রধান দলের একাংশের প্রতি পক্ষপাতদুষ্ট। জার জেরে এলাকায় উন্নয়ন ব্যহত হচ্ছে। জেলা নেতৃত্বকে জানিয়েও এর সুরাহা হয়নি। চিঠিতে সই করেছেন মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। যার জেরে বিতর্ক আরও বেড়েছে।

এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে দলের জেলা নেতৃত্ব। একের পর এক পুরসভায় দলের অন্দরেই বিদ্রোহে ব্যাপক চাপে রয়েছে তারা। দলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। সৌমিত্রবাবু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে পুরসভা পরিচালনা করছি।

বলে রাখি, এর আগে একই ঘটনা ঘটেছে খড়গপুর পুরসভায়। সেখানে পুরপ্রধানের বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানান কাউন্সিলরদের একাংশ। যার জেরে মঙ্গলবারের মধ্যে চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলে তৃণমূল নেতৃত্ব। সোমবার পদত্যাগ করেন তিনি। তার পরও পদত্যাগপত্র গ্রহণ নিয়ে দীর্ঘ টালবাহানা চলে।