সাত বছরের ঐতিহাসিক চুক্তি রোনাল্ডোর, খেলার পাশাপাশি দেশের অ্যাম্বাসডরও তিনি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) খুঁজে নেবেন নতুন ঠিকানা। ইউরোপ ছেড়ে এবার মধ্যপ্রাচ্যেই পা বাড়াচ্ছেন সিআরসেভেন (CR7)। সৌদি আরবের ( Saudi Arabia) রাজধানী রিয়াধে (Riyadh) চলে এসেছেন পর্তুগিজ জাদুকর। সেখানে রয়েছেন এক হোটেলে। পুলসেশনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকালই পাকা খবর চলে আসবে। বৃহস্পতিবার অর্থাৎ আজই রোনাল্ডো সাত বছরের ঐতিহাসিক চুক্তি সেরে ফেলবেন সৌদির ক্লাব আল নাসেরের (Al Nassr) সঙ্গে। ২০৩০ পর্যন্ত রোনাল্ডো থাকবেন এই ক্লাবে। প্রথম আড়াই বছর তাঁকে পাওয়া যাবে চেনা ফুটবলারের ভূমিকায়। এর পরের পাঁচ বছর বসর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সৌদি ব্যবহার করবে তাদের অ্যাম্বাসডর হিসাবে। এমনটাই রিপোর্ট স্প্যানিশ পত্রিকা মার্কার। তারাই সবার আগে জানিয়েছিল যে, রোনাল্ডো যাচ্ছেন আল নাসেরে। 

ফুটবলার হিসাবে রোনাল্ডো প্রতি মরসুমে পাবেন ২০০ মিলিয়ন ইউরো করে। যখন সৌদির অ্যাম্বাসডর হয়ে তিনি কাজ করবেন তখন তাঁর পারিশ্রমিক ধাপে ধাপে বাড়বেই। ২০৩০ বিশ্বকাপে আয়োজনের জন্য ঝাঁপাবে মিশর ও গ্রিস। রোনাল্ডোকে মুখ করে সৌদিও বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে দরপত্র দেবে। এমনটাই ভাবনা রয়েছে তাদের। রোনাল্ডোর বয়স এখন ৩৭ বছর। একেবারে কেরিয়ারের সায়াহ্নে তিনি। কাতার বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিয়েছেন পাঁচবারের ব্য়ালন ডি’অর জয়ী ফুটবলার। জীবনের শেষ বিশ্বকাপে অধরা স্বপ্নপূরণ হয়নি তাঁর। ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনেরও স্মৃতি খুব একটা সুখকর হয়নি রোনাল্ডোর। বিশ্বকাপে খেলতে আসার আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে রোনাল্ডো রীতিমতো গালমন্দ করেছেন রেড ডেভিলস ও তাদের কোচ এরিক টেন হ্যাগকে। 

আরও পড়ুন: Watch | OnlyFans: পুরুষদের কাছে যৌনতার চেয়েও এগিয়ে ফুটবল: রিচার্লিসনকে গোপনাঙ্গে রাখা ‘লাস্ট ভার্জিন’

যদিও এরপর আর রোনাল্ডোকে রেয়াত করেনি ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্যবাহী ক্লাব জানিয়ে দেয় যে, রোনাল্ডোর সঙ্গে তারা গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলেছেন। যার মানে রোনাল্ডোর এখন আর কোনও ক্লাব নেই। কী হবে রোনাল্ডোর ভবিষ্যত! বিশ্বকাপের পর তাঁকে কোন ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে? অনেকেই বলতে শুরু করে দেন যে, রোনাল্ডো হয়তো আর ক্লাব পাবেন না! কিন্তু তিনি যে রোনাল্ডো। বিশ্বকাপে যতই ম্লান দেখাক না তাঁকে, সারা বিশ্ব জানে কী করতে পারেন সিআর সেভেন। পর্তুগালের ক্লাবের হয়ে ক্লাব কেরিয়ার শুরু করা রোনাল্ডো ইংল্যান্ড, স্পেন, ইটালি ও ফের ইংল্যান্ড ঘুরে এবার যাচ্ছেন মধ্যপ্রাচ্যে। ফ্যানরা বলছেন অল দ্য বেস্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)