Partha Chatterjee: জামিন অধরাই রইল প্রাক্তন মন্ত্রীর, ‘‌সত্যের জয় হবেই’‌, মন্তব্য পার্থের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য–সহ ৭ জনের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। আজ, বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বড়দিন এবং নতুন বছরের শুরুতে পার্থ চট্টোপাধ্যায়–সহ বাকিদের থাকতে হবে জেল হেফাজতেই। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পার্থদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সকালেই তিনি আদালতে ঢোকার আগে দলের কর্মী–সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন।

ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়?‌ আজ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়–সহ সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়। সবুজ রংয়ের পাঞ্জাবি এবং নীল জহর কোর্ট পরে তিনি আদালতে প্রবেশ করেন। আর আদালতে ঢোকার সময়ই সাংবাদিকদের তিনি বলেন, ‘‌তৃণমূলের ২৫তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে সকল সহকর্মীদের শুভেচ্ছা জানাই। বন্ধুবান্ধব, সহকর্মী সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার এলাকা বেহালার নাগরিকদের অভিনন্দন। বহু প্রতীক্ষিত জোকা–তারাতলা মেট্রো রেল চালু হোক। আমাদের বহুদিনের শখ, তা যেন পূর্ণতা পায়।’‌

আদালত থেকে বেরিয়ে কী বললেন?‌ এদিন পার্থ–সহ ৭ জনের বিরুদ্ধে আবার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌আমার ওপর যাঁরা আস্থা রেখেছিলেন, এখনও আস্থা রাখুন, সত্যের জয় হবেই।’‌ সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, পার্থই নিয়োগ দুর্নীতির ‘মূল চক্রী’। এই দুর্নীতির পিছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ আছে। সেই শুনানির সময় পার্থ এজলাসে প্রশ্ন করেছিলেন, ‘বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী?’‌

ঠিক কী ঘটেছে আদালতে?‌ আজ, বৃগস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান আদালতে জানান, তাঁর মক্কেলের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। তদন্তের নামে পেশী শক্তি দেখাচ্ছে সিবিআই। সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। লুকোচুরি খেলছে সিবিআই। ৮২ দিন অতিক্রান্ত। তদন্ত কোন পথে এগিয়েছে তা জানানো হচ্ছে না। তদন্তের কোনও অগ্রগতি হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই–এর কী চার্জশিট রয়েছে সেটা জানতে চাই।’‌ তবে শেষমেশ সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।