TMC Party Office: পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের নতুন ভবন গড়ার ভিত পুজো, কী হবে সেখানে?‌

বৈভবে ভরা পার্টি অফিস চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাড়া করা একটি বাড়িতে পার্টি অফিসের কাজ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেখানেই যেতেন তৃণমূলনেত্রীও। এবার সংস্কার হওয়া নয়া পার্টি অফিস তৈরির জন্য ভিত পুজো হতে চলেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই নেত্রী ও কর্মীদের আবেগের পার্টি অফিসের ভিত পুজো হবে। তারিখ ১ জানুয়ারি।

ঠিক কী হতে চলেছে?‌ তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের পুরনো পার্টি অফিসের জায়গাতেই নতুন বাড়ি গড়ে উঠবে। তাই মেট্রোপলিটন বাইপাসে একটি বাড়ি ভাড়া নিয়ে দলের কাজ এখন চলছে। সেখানে গৃহপ্রবেশ সেরে দলের কোর কমিটির বৈঠক সেরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর পুরনো পার্টি অফিস ভেঙে সেখানে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৩ সালের প্রথম দিন তারই ভিত পুজো হওয়ার কথা।

আর কী জানা যাচ্ছে?‌ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই গ্রামীণ মানুষজনের কাছে পৌঁছতে বড় কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার ২ জানুয়ারি সমস্ত সাংসদ–বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কর্মসূচি শুরু হওয়ার আগে পার্টি অফিসের ভিত পুজো তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে উজ্জীবিত করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা। পুরনো ভবনের সঙ্গে তৃণমূলনেত্রীরও আবেগ জড়িয়ে আছে। সেখানেই এবার নতুন পার্টি অফিস গড়ে উঠবে। যা সবসময় খোলা থাকবে সাধারণ মানুষের জন্য।

ঠিক কী হবে সেখানে?‌ এই নতুন পার্টি অফিস আরও বড় হবে। আগের তুলনায় অনেকটা বড় হলে সেখনে বহু কাজ করা যাবে। সাধারণ মানুষ এলে আরও বেশি করে দেখা করা যাবে। তাঁদের বসার ব্যবস্থা করা যাবে। এমনকী সেখানে কর্মীদের থাকার ব্যবস্থাও থাকবে। থাকবে নেতাদের বৈঠকের ঘর। প্রতিষ্ঠা দিবসে এখানে একাধিক কর্মসূচি নেওয়া হবে।