TMC’s Kirti Azad attacks PM Modi: ‘না নর, না নারী’, মোদীকে আক্রমণ করতে গিয়ে ‘হিটউইকেট’ তৃণমূল নেতা

সম্প্রতি শিলং সফরে গিয়ে ঐতিহ্যবাহী খাসি পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাতে গিয়ে সেই পোশাক নিয়ে তির্যক মন্তব্য করে টুইট করেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। সেই বিতর্কিত টুইটের জেরে এবার বিজেপির আক্রমণের শিকার তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে ব্যাঙ্গা করে কীর্তি লেখেন, ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারী।’ কীর্তির এই টুইটের জেরেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই আবহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করেছে। এদিকে বিজেপি আদিবাসী মোর্চার তরফেও তৃণমূলের সমালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, মেঘালয়ে বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে ভাঙিয়ে বিধায়ক বাগিয়ে এই মর্যাদা অর্জন করেছে ঘাসফুল শিবির। আগামী বছর এই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই আবহে কীর্তির এহেন মন্তব্যকে যে বিজেপির তরফে হাতিয়ার বানানো হবে, তা বলাই বাহুল্য। যদিও কীর্তি আজাদের দাবি, তিনি প্রধানমন্ত্রীর পোশাকের অসম্মান করছিলেন না, বরং তিনি মোদীর ফ্যাশনের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। বিতর্ক সত্ত্বেও তিনি সেই টুইট ডিলিট করেননি। এই আবহে কীর্তির টুইটকে রিটুইট করে হিমন্ত ক্যাপশনে লেখেন, এটা খুবই দুঃখের বিষয় যে কীর্তি আজাদ মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করছেন এবং আমাদের আদিবাসী পোশাকের মজা ওড়াচ্ছেন। তৃণূলের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। যার অর্থ, তারা এই মন্তব্যকে সমর্থন করছে। মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না।’

প্রসঙ্গত, নিজের টুইট বার্তায় মোদীর শিলং সফরের একটি ছবির পাশে আরও একটি ছবি শেয়ার করেছেন কীর্তি। সেই ছবিটি কোনও এক অনলাইন শপিং সাইটের। সেখানে মোদীর মতো একটি পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক মহিলাকে। ছবির ওপরে লেখা – পছন্দ হয়েছে? তাহলে কিনে ফেলুন। অনলাইনে সেই পোশাকটির দাম দেখাচ্ছিল ৩৫ ডলার।