অর্থবহ কূটনীতিতে আগ্রহ নেই রাশিয়ার, অভিযোগ যুক্তরাষ্ট্রের

অর্থবহ কূটনীতিতে রাশিয়ার কোনও আগ্রহ নেই বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলেন এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার আহ্বান জানালেও বাস্তবে ইউক্রেনে যুদ্ধের অবসানের বিষয়ে মস্কো কোনও আগ্রহ দেখায়নি।

যতদিন সময় লাগুক যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনকে ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরুর পর ইউক্রেনকে দেওয়া মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার পরিমাণ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বুধবার হোয়াইট হাউজে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের প্রতিটি পদক্ষেপে সঙ্গে রয়েছে। যত দিন প্রয়োজন তত দিন পাশে থাকবে। পরে পৃথক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বাইডেনের মন্তব্যের প্রতিধ্বনি করেন।

ওদিকে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে শান্তি আলোচনায় প্রস্তুত থাকার কোনও ইঙ্গিত ছিল না। যা প্রমাণ করে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র।