সৎ মায়ের মন্ত্রণায় ছেলের দেহ সৎকার করতে রাজি নন বাবা, দাবি বন্ধুদের

সৎ মায়ের মন্ত্রণায় ছেলের দেহ সৎকারে রাজি হননি বাবা। এমনই অভিযোগ উঠেছে শান্তিপুরে। বন্ধু ও প্রতিবেশীদের উদ্যোগে অমিত মল্লিক (২৬) নামে ওই যুবকের সৎকার হয় বুধবার। খবর পেয়ে শ্মশানে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, অমিতের বাবা অশোক মল্লিক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। ১০ বছর বয়সে মা মারা যা অমিতের। তার পর আবার বিয়ে করেন অশোকবাবু। অভিযোগ, সৎ মা অমিতের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। এমনকী ঘরে বন্ধ করে তাঁকে মারধর করা হত বলেও অভিযোগ। সেকথা বন্ধুদের জানাতেন অমিত।

লাঞ্ছনার মধ্যেই বড় হয়ে স্থানীয় একটি শপিং মলে কাজ শুরু করেন যুবক। মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর বুকে ব্যাথা হতে শুরু করে। খবর দেন বন্ধুদের। বন্ধুরা তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাঁকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। সেকথা জানিয়ে অমিতের বাবাকে ফোন করেন বন্ধুরা। অভিযোগ, জবাবে অশোকবাবু বলেন, কাজে ব্যস্ত আছি। বুধবার বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রতিবেশীদের অভিযোগ, অমিতের মৃত্যুর খবর দিলেও পরিবারের কেউ দেহ আনতে হাসপাতালে যাননি। তখন বন্ধুরাই দেহটি বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ, তখন অশোকবাবু স্পষ্ট জানিয়ে দেন, ছেলের সৎকারে অংশগ্রহণ করবেন না তিনি। এই বলে বাড়ির দরজা বন্ধ করে দেন। এর পরই বাড়ির সামনে অমিতের দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বন্ধু ও প্রতিবেশীরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এর পর অশোকবাবুকে কার্যত জোর করে শ্মশানে নিয়ে যান তাঁরা। পুলিশের উপস্থিতিতে দাহ করা হয় দেহ।

অমিতের বন্ধুদের অভিযোগ, সৎ মায়ের অত্যাচারেই মৃত্যু হয়েছে অমিতের। তাঁকে খুন করাও হয়ে থাকতে পারে। তবে পরিবারের কেউ দেহের ময়নাতদন্তের দাবি না করায় কিছু করা যায়নি।