Calcutta High Court: ৯৫২ জন ‘ভুয়ো’ শিক্ষকের বাবার ও স্কুলের নাম দিতে হবে, SSC-কে নির্দেশ হাই কোর্টের

বেআইনি ভাবে নিয়োগপত্র পাওয়া ৯৫২ জন শিক্ষকের নাম ও রোলনম্বর ছাড়াও তাঁদের বাবার নাম এবং তাঁরা কোন স্কুল থেকে পাশ করেছেন তা প্রকাশ করতে বলল আদালত। কালকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ওই ৯৫২জন জনের নাম ও রোল নম্বর ছাড়াও বাবার নাম ও কোন স্কুলে তাঁর পড়েছেন তা উল্লেখ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)।

সম্প্রতি আদালতের নির্দেশে ৯৫২ জনের যে ওএমআর সিট প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েব সাইটে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এসএসসি-র বিরুদ্ধে রোল নম্বর বদলেরও অভিযোগ উঠছে। শুক্রবার নবম-দশম শ্রেণির নিয়োগ মামলার শুনানিতে আবেদকারীর আইনজীবীও দাবি করেন, ওএমআর শিট আপলোড করা হলেও সেগুলি ঠিকমতো খুলছে না। এই ক্ষুদ্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,‘আদালতের নির্দেশের পরেও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে খুশি হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল, কিন্তু সেখানে কেন প্রার্থীর রোল নম্বর, জন্মতারিখ দিতে হবে?কেন এই ঘোমটা? এই দুর্নীতি জনসমক্ষে আনা প্রয়োজন, সেখানে এখনও কেন আড়াল করা হচ্ছে?’

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ৯৫২ জন চাকরিপ্রার্থীর উত্তরপত্র প্রকাশ্যে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কমিশনে ওয়েব সাইটে উত্তরপত্রগুলি আপলোড করলেও সেগুলি দেখতে গেলে প্রার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হচ্ছিল।

বৃহস্পিতবার শুনানিতে বিচারপতি জানতে চান কেন এমন হচ্ছে। জবাবে কমিশেনর আইনজীবী আদালতে জানান, যান্ত্রিক ক্রটির জন্য এই সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা কেটে যাবে। কিন্তু শুক্রবারেও তা না কাটায় ক্ষুব্ধ বিচারপতি এই নির্দেশ দেন।