Chaitali Tiwari: কম্বলকাণ্ডে চৈতালিকে তৃতীয়বার নোটিশ, আদালতের নির্দেশ মেনে শনিবার জিজ্ঞাসাবাদ

আসানসোলে কম্বলকাণ্ডে বিজেপি কাউন্সিলার চৈতালি তেওয়ারিকে তৃতীয়বার নোটিশ দিল পুলিশ। শুক্রবার সকালে তাঁদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে পুলিশ। আগামী শনিবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবারই আদালত রক্ষা কবচ দিয়েছে চৈতালিকে। জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট দিন ও সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই কাউন্সিলারকে শনিবার নোটিশ দিয়েছে পুলিশ।

এদিন সকাল ন’টা নাগাদ বিজেপি কাউন্সিলারের বাড়িয়ে যায় পুলিশ। সেই সময় বাড়িতে তাঁর স্বামী আসানসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জীতেন্দ্র তেওয়ারি বা তিনি কেউ ছিলেন না। বাড়িতে তালাবন্ধ দেখে দরজায় নোটিশ সাঁটিয়ে দিয়ে আসেন।

গত ১৪ ডিসেম্বর এলাকায় একটি শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণকে কেন্দ্র করে দুর্ঘটনা হয়। অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যান তিন জন আহত হন অনেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কয়েকটি কম্বল বিতরণ করে চলে যান। এর পর বাকি কম্বল সংগ্রহকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা যান।

পুলিশ দাবি করে, অনুমতি না নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল। যদিও কাউন্সিলর চৈতালি তেওয়ারি স্বাক্ষর করা একটি চিঠি টুইটারে তুলে দিয়ে বিরোধী দলনেতা দাবি করেন তাঁরা পুলিশের অনুমতি নিয়েছিলেন। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরে চৈতালি তেওয়ারিও নাম রয়েছে।

এই পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে চাপানউতোর শুরু হয়। তৃণমূলের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসেন। তাঁদের অভিযোগ ছিলেন, ঘটনার ঘটে যাওয়ার পর এক দিনও এলাকায় আসেননি বিরোধী দলনেতা।

অনুষ্ঠানের উদ্যোক্তা চৈতালি তেওয়ারিকে এর আগে পুলিশ পুলিশ দু’টি পাঠিয়েছে। শুক্রবার সকাল নটায় ফের একটি নোটিশ দেয় পুলিশ। সেই নোটিশে বলা হয়েছে, শনিবার সকাল ১০টার সময় নিজের বাড়িতে হাজির থাকতে বলা হয়েছে জিতেন্দ্র তেওয়ারির স্ত্রীকে।

তিন সপ্তাহের রক্ষাকবচ দিল হাই কোর্ট

পুলিশ নোটিশ পাঠানোর পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি তেওয়ারি। তিনি নোটিশ পাঠানোর উপর স্থগিতাদেশ চান। কিন্তু আদালত তা দিতে রাজি না হলেও চৈতালিকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট দিন এবং বেঁধে দিয়েছে। শনি ও সোমবার তাঁকে ২ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া ব্যবস্থা নিতে পারে পারবে না। ওই সময়ের মধ্যে আগাম জামিনের আবেদনও করতে পারবেন বিজেপি কাউন্সিলার। সেই মতো শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিল পুলিশ।