Covid-19 Omicron Sub-Variant BF.7 Is Really Dangerous, Says Kolkata Doctors


ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনায় ঝলসাচ্ছে চিন । দেশজুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। করোনার করোনার সাম্প্রতিকতম সাব ভ্যারিয়েন্ট BF.7-এর প্রকোপেই এখন চিনে ত্রাহি ত্রাহি অবস্থা!

বিশেষজ্ঞরা বলছেন, এতো সবে শুরু! ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে! সূত্রের খবর, সম্প্রতি চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিনে ফের ভয়ঙ্কর গতিতে করোনা ছড়াতে শুরু করায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। দেশে এখনও অবধি চার জনের  এর দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সাবধান করছেন চিকিৎসকরা। বিষেশজ্ঞরা বলছেন, 

  • করোনার নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক।
  • তাতে আক্রান্ত একজন অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।
  • কোনওভাবেই নতুন এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠেনা। 
  • বিলম্ব না করে ফের জনবহুল অবস্থায় প্রত্য়েকের মাস্ক পরা উচিত।

    আরও পড়ুন :

    দেশে শুরু হয়ে গেল করোনা নিয়ে কড়াকড়ি ! দেশে সত্যিই কেমন সংক্রমণের হার



    চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারত। কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড এখনও যায়নি, আজ কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এমনটাই বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সামনেই বর্ষবরণ। তার আগে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে ফের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

    ভারতে করোনা পদক্ষেপ 

  • কোভিড মোকাবিলায় জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতালে তা নিয়ে মহড়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি সরকারি হাসপাতালে মহড়া পরিদর্শনে যাবেন।  চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা ।  জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা।  
                                                                                                      

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator