IPL 2023: Ben Stokes Posts Message On Twitter After Chennai Super Kings Buy Him


নয়াদিল্লি: গত মরসুমে আইপিএলে (IPL) খেলেননি বেন স্টোকস (Ben Stokes)। তবে এ মরসুমে নিলামে নাম লেখান স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার নিজের দিনে একা হাতেই ম্যাচের রঙ বদলে দিতে সক্ষম। তাই তাঁকে দলে নেওয়ার জন্য যে দর কষাকষি হবে, তেমন প্রত্যাশা ছিলই। হলও তাই। প্রবল দর কষাকষির পর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় স্টোকসে দলে নেয়।

স্টোকসের পোস্ট

অতীতে পুণে সুপার জায়ান্টের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে বেন স্টোকসের। আসন্ন মরসুমে ফের একবার ধোনির অধীনে খেলতে দেখা যাবে স্টোকসকে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিরাট দামে সই করার পরেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার সেই পোস্টের ক্যাপশনে কিছুই লেখেননি। এমনকী তাঁর পোস্টে শুধু হলুদ রঙ বাদে আর কিছুই নেই। তবে ক্রিকেটভক্তদের স্টোকসের পোস্টের অর্থ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সিএসকের জার্সির রঙ হলুদ। সেই জন্যই এই পোস্ট। চেন্নাই সুপার কিংসও স্টোকসের পোস্টটিকে লাইক করে তাতে কমেন্টও করে।

 

নিলামে বাংলার মুখ

আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার (Mukesh Kumar)। সাড়ে ৫ কোটি টাকা দাম পেলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। এর আগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে ছিলেন মুকেশ। তবে নেট বোলার হিসাবে। আইপিএলে এখনও অভিষেক হয়নি ডানহাতি পেসারের। সম্প্রতি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। তারপর থেকেই ইঙ্গিত ছিল যে, এবারের আইপিএলে ভাল দাম পেতে পারেন বাংলার পেসার। ক্রিকেটের টানে যিনি বিহার থেকে কলকাতায় এসেছিলেন।

নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। মুকেশের জন্য দর কষাকষি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। পরে দিল্লি ও পাঞ্জাব কিংসও নিলামে ঝাঁপায়। শেষ হাসি রিকি পন্টিং-ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরই।

আরও পড়ুন: আইপিএল নিলাম ইতিহাসে সর্বোচ্চ তিন দর স্যাম কারান (১৮.৫ কোটি), ক্যামেরুন গ্রিন (১৭.৫ কোটি) ও বেন স্টোকস (১৬.২৫ কোটি)