TMC councilor: পুরভোটে জয়ের বর্ষপূর্তিতে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন কলকাতার তৃণমূল কাউন্সিলর

গত বছরের ২১ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটে ব্যাপকভাবে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম রিপোর্ট কার্ড প্রকাশ করার কথা বলেছিলেন। সেই মতোই পুরভোটে জয়ের এক বছরের মাথায় রিপোর্ট কার্ড প্রকাশ করলেন ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কোন বিভাগে কী কাজ হয়েছে এবং কোন কাজ কী পর্যায়ে রয়েছে? তা রিপোর্ট কার্ডে প্রকাশ করেছেন কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধীরা।

অরিজিৎ দাস ঠাকুর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের কথা মতোই আমি রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। কোন কাজ কী অবস্থায় রয়েছে? কোন কাজ হয়েছে? সেই সমস্ত বিষয়ে বিস্তারিত এই রিপোর্ট কার্ডে রয়েছে।’ অন্যদিকে, আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড প্রকাশ করছেন। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার গৌতমমোহন চক্রবর্তী একটি অনুষ্ঠানে রিপোর্ট কার্ড প্রকাশের দাবি জানিয়েছিলেন।

এদিকে, একজন তৃণমূল কাউন্সিলের রিপোর্ট কার্ড প্রকাশ করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের বক্তব্য, শুধুমাত্র একজন কাউন্সিলর কেন রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন! সে ক্ষেত্রে সমস্ত কাউন্সিলরদের রিপোর্ট কার্ড প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছে বিরোধীরা। এ বিষয়ে কটাক্ষ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, ‘পুরসভার কাছে টাকা নেই। কাজ কীভাবে হবে। তাছাড়া, কাজই তো হয় না। তার আবার রিপোর্ট কার্ড কিসের। এখনও মানুষের বহু অভাব অভিযোগ রয়েছে। আমি কয়েকদিনের মধ্যেই মহল্লা মিটিং শুরু করব। সেখানেই জানা যাবে মানুষের কতটা অভাব অভিযোগ রয়েছে।’