TMC Win: শুভেন্দু খাস তালুকে সমবায় ভোটে বড় জয় TMC-র, একটাও আসন পেল না বাম-বিজেপি

দিনভর উত্তেজনার পর নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল তৃণমূল। ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে সব কটি গেল শাসকদলের দখলে। একটি আসনও পেল না বাম-বিজেপি। সমবায় সমিতির নির্বাচন হলেও পঞ্চায়েত ভোটের আগে এই জয়কে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শাসকদল।

এই সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে ছিল নন্দীগ্রামে। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে রক্তও ঝরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দিনের শেষে ফল প্রকাশ হলে দেখা যায ১১টি আসনের মধ্যে প্রত্যেকটিতেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। এর আগে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয় পেয়ে যায়। তবে ফল প্রকাশ হলেও ওই এলাকায় এখন অশান্তি কমেনি।

বিরোধী দলনেতা খাসতালুকে এই জয়ের পর উল্লাসে ফেটে শাসকদলের সমর্থকরা। বিজেপির একটি অফিস ভাঙচূরেরও অভিযোগ ওঠে তৃণমূল বিরুদ্ধে। যদিও তার অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ, বহিরাগতদের এনে গণনায় কারচুপি করে তৃণমূল। এই হারের জন্য বিজেপির আঙুল পুলিশ প্রশাসনের দিকেও। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। পুলিশ দলদাস থেকে ক্রীতদাস হয়েছে।’

অন্য দিকে তৃণমূলের দাবি, নন্দীগ্রামে শুভেন্দুর দাপট আস্তে আস্তে ধুয়েমুছে যাচ্ছে। পঞ্চায়েতে বাকিটাও হয়ে যাবে। দলের তরফে নন্দীগ্রামের দায়িত্বে থাকা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,’সকাল থেকে ই বহিরাগতদের এনে অশান্তি করছিল বিজেপি। আমি পুলিশকে জানিয়েছি। নন্দীগ্রামে একে সমবায় ভোট সেখানে নন্দীগ্রাম দুই থেকে কেন লোক ঢোকালো শুভেন্দু। বহিরাগতদের দিতে অশান্তি পাকানোর চেষ্টা করছিল শুভেন্দু। আমাদের দলের লোকেরা গিতে তা প্রতিহত করেছে। রক্তাক্ত হয়েছে।’