Union Health Ministry To Issue A New Advisory For COVID19 In View Of New Year And Upcoming Festivals


নয়াদিল্লি : চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি। গবেষণা সংস্থার ভবিষ্যদ্বাণী ভয়ঙ্কর !                                                      

এই পরিস্থিতিতে শুরু থেকেই সতর্ক ভারত। কার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya ) ।  আর আজই জারি হতে পারে নতুন কোভিড গাইডলাইন ( new advisory for  COVID19 )।  

আরও পড়ুন :

‘জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ’

ভারতের কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। জনাকীর্ণ স্থলে সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এর আগেও করোনা মোকাবিলায় দেশ যেন আত্মতুষ্টিতে না ভোগে, তা নিয়ে সতর্ক করেছিলেন তিনি।  বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান নজরদারি ব্যবস্থা জোরদার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  শুক্রবার বিশ্বের বেশ কিছু দেশে ক্রমবর্ধমান কোভিড কেসের বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার, কেন্দ্র বিদেশ থেকে আগতদের জন্য নির্দেশিকা (Guidelines for International Arrivals ) জারি করেছে যা শনিবার থেকে কার্যকর হবে, অর্থাৎ  ২৪ ডিসেম্বর। সরকার আরও বলেছে যে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে আগত যাত্রীদের random করোনভাইরাস পরীক্ষা করা হবে । 

  • দেশের করোনা পরিস্থিতি
  • দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
  • দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।
  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator