West Bengal Health Department Issues Notification Regarding Precautions Amid COVID Sub Variant BF.7 Surge


কলকাতা: যাই যাই করেও বিদায় নেওয়ার নাম নেই। বরং নতুন করে চোখ রাঙাচ্ছে নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। চিনে কার্যত রক্তচক্ষু ওমিক্রনের জাতভাই BF.7-এর। সেই আবহে হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন। তাতে গত একমাসের মধ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে (COVID Guidelines)। 

হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন

বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের তরফে কোভিড-নির্দেশিকা প্রকাশ করা হয় (West Bengal Health Department)। তাতে বলা রয়েছে, ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে। রাজ্যের প্রায় সব হাসপাতালের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।  একমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের নমুনা যাবে কল্যাণীতে। 

একই সঙ্গে স্বাস্থ্যভবন জানিয়েছে, পরবর্তীতে পাঁচটি করে নমুনার রিপোর্ট পজিটিভ হলেই, তা পাঠাতে হবে জিন বিশ্লেষণের জন্য। রোগী সম্পর্কে বিশদ তথ্যও পাঠাতে হবে নমুনার সঙ্গে। এর পাশাপাশি, শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে, তঁর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এ দিন। সব হাসপাতালকে নির্দেশ পালন করতে হবে।

আরও পড়ুন: Covid Guidelines : একজন থেকে অত্য়ন্ত দ্রুত হতে পারে ১০-১৮ জনের সংক্রমণ, ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট নিয়ে কী পরামর্শ চিকিৎসকদের

যে ভাবে উদ্বেগ দেখা দিয়েছে, তা নিয়ে এ দিন প্রতিক্রিয়া চাওয়া হয় মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাতে তিনি বলেন, “পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। কোভিড হলেও সিস্টেম মেনে গঙ্গাসাগর মেলা হবে। মানুষ উৎসব পালন করবে না? সময় মতো ব্যবস্থা নেব।” 

রোগী সম্পর্কে বিশদ তথ্যও পাঠাতে হবে নমুনার সঙ্গে

পড়শি দেশ চিনে যখন দাপিয়ে বেড়াচ্ছে BF.7, ভারতেও তাতে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে।  দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিনই উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নীতি আয়োগের সিইও। সেখানে জিন বিশ্লেষণে আরও বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারেও জোর দিতে পরামর্শ দিয়েছেন। বয়স্ক ও অসুস্থদের টিকাকরণেও নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator