বাড়ছে কোভিড, ভারত ভ্রমণে নতুন প্রটোকল

কয়েকটি দেশে কোভিডের মাত্রা বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। শনিবার (২৪ ডিসেম্বর) থেকে বলবত নতুন প্রটোকল সকল আন্তর্জাতিক ভ্রমণকারীর জন্য প্রযোজ্য হবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত নতুন প্রটোকল বিমান, স্থল ও নৌ বন্দরের জন্য প্রযোজ্য হবে।

ভ্রমণ করার আগে ভ্রমণকারী নিজ দেশে টিকা গ্রহণ করলে ভালো এটি জানিয়ে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিমানবন্দরে প্রতিটি যাত্রীর থারমাল স্ক্যানিং করা হবে। যদি কোনও যাত্রীর কোভিড সিমটম্প থাকে তবে তাকে সঙ্গে সঙ্গে পৃথক জায়গায় নিয়ে যাওয়া হবে।

এছাড়া দুই শতাংশ যাত্রীর কোভিড টেস্ট করা হবে স্যাম্পল হিসাবে। তাদের নিয়মিত প্রোটোকল অনুযায়ী চিকিৎসা প্রদান করা হবে।

প্রসঙ্গত, চীনে যে ভয়ঙ্কর নতুন ভ্যারিয়েন্ট ফের করোনাভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতেও। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে না যায়, সেটা নিশ্চিত করতে বৃহস্পতিবারই দেশটির প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছেন।

আরও পড়ুন

ভারতে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, দেশজুড়ে সতর্কতা

চীনে ১ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ