Crisis Of Covishield In Kolkata Amid Coronavirus Panic


ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে বাগবাজার ভ্যাকসিন স্টোরে অমিল কোভিশিল্ড  ও করবেভ্যাক্স ভ্যাকসিন। প্রিকশনারি ডোজ হিসেবে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অথচ এই পরিস্থিতিতে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত নেই কোভিশিল্ড ( Covishield ) ও করবেভ্যাক্স ( Covaxin ) ভ্যাকসিন। তবে কোভ্যাক্সিনের ৪৫ হাজার ৯৭০টি ডোজ মজুত রয়েছে।

মেয়াদ ফুরোচ্ছে কোভ্যাক্সিনের

আশঙ্কার কথা, এর মধ্যে চলতি মাসেই মেয়াদ ফুরোচ্ছে কোভ্যাক্সিনের ২১ হাজার ৬৩০টি ডোজের। সূত্রের খবর, একমাত্র দার্জিলিং জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেই টিকা সরবরাহের আবেদন এসেছে। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাগবাজার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোর।

অনুমোদন পেয়েছে ন্যাজাল ভ্যাকসিন

এরই মধ্যে ব্যবহারের অনুমোদন পেয়েছে ন্যাজাল ভ্যাকসিন। ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ।এটি হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। শুক্রবার থেকেই কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।  

আরও পড়ুন :

দেশে শুরু হয়ে গেল করোনা নিয়ে কড়াকড়ি ! দেশে সত্যিই কেমন সংক্রমণের হার

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শনিবার (২৪ ডিসেম্বর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল, প্রয়োজন পড়লে রাজ্যগুলি যেন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করতে পারে। কোভিড -১৯ (Covid-19) মহামারী যদি আবার মাত্রা ছাড়ায়, তবে নিয়মিত মেডিকেল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র। সংবাদ সংস্থা ANI এই রিপোর্ট  প্রকাশ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত ব়্যান্ডম টেস্টিং। কোভিডের নতুন ভেরিয়েন্ট ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে । এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই আলোচনা করেছে রাজ্যগুলির সঙ্গে। বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থাও মেনে চলতে বলা হচ্ছে।  পাশাপাশি দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ব়্যান্ডম টেস্টিং ব্যবস্থ।  এই ব্যবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে ব়্যান্ডম টেস্ট করা হচ্ছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator